রবিবার, ১৫ মে, ২০১৬, ০৮:২৩:০২

‘অজ্ঞাতনামা’ নিয়ে কান উৎসবে তৌকীর-বিপাশা

‘অজ্ঞাতনামা’ নিয়ে কান উৎসবে তৌকীর-বিপাশা

রিমন মাহফুজ , কান ( ফ্রান্স) থেকে: এবার কান উৎসবের বাণিজ্যিক শাখা মার্শে দু'ফিল্মে   প্রদর্শিত  হচ্ছে তৌকীর আহমেদ পরিচালিত ইমপ্রেস টেলিফিল্মের ছবি ‘অজ্ঞাতনামা’। ছবিটির জন্য  ৬৯তম কান চলচ্চিত্র উৎসবে যোগ দিয়েছেন  তৌকীর আহমেদ ও বিপাশা হায়াত।  
শুক্রবার উৎসবে পৌঁছেছেন এই অভিনয়শিল্পী জুটি। তাঁরা একটি ছবির উদ্বোধনী প্রদর্শনীতেও উপস্থিত ছিলেন।
তৌকীর আহমেদ তাঁর সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে কান উৎসবে প্রথম দিনের অভিজ্ঞতা সম্পর্কে লিখেছেন, ‘সিনেমার অসাধারণ এক উদ্‌যাপন’। ফেসবুকে কান উৎসবে তাঁদের দুজনের ছবিও মিলেছে।
১৫ মে, ২০১৬/এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে