সোমবার, ১৬ মে, ২০১৬, ০১:২১:৪০

এবার বিয়ের পিঁড়িতে বলিউডের আরেক নায়িকা

এবার বিয়ের পিঁড়িতে বলিউডের আরেক নায়িকা

বিনোদন ডেস্ক : ২০১৬ যেন বি-টাউনে বিয়েরই মরশুম। একের পর এক বিয়ের ফুল ফুটেই চলেছে। ঊর্মিলা, বিপাশা, প্রীতির পর এবার বিয়ের পিঁড়িতে বসছেন অমৃতা রাও। সাত বছরের জমাটি প্রেমের পর সাত পাকে বাঁধা পড়তে চলেছেন ‘ঈশক ভিশক’-এর নায়িকা অমৃতা রাও।

দীর্ঘদিনের বন্ধু আরজে অনমোলের সঙ্গে আজ সাতপাকে বাঁধা পড়তে চলেছেন তিনি। ব্যক্তিগত বিষয়ে বরাবরই গোপনীয়তা বজায় রাখার কারণে খবরটি এতদিন সামনে আসেনি। সম্প্রতি তারা বিয়ে করার সিদ্ধান্ত নেন।

দীর্ঘদিনের বয়ফ্রেন্ডের সঙ্গেই রোববার গাঁটছড়া বাঁধতে চলেছেন অমৃতা। একান্তই ব্যক্তিগত একটি পারিবারিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে চার হাত এক হবে অমৃতা-আনমোলের। এর আগে কখনওই নিজের ব্যাক্তিগত সম্পর্ক নিয়ে মুখ খোলেননি নায়িকা। এ দিন উডবি হাজব্যান্ড আনমোল একটি ফেসবুক পোস্ট করে সকলকে সুসংবাদটি দেন।

১৬ মে ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে