সোমবার, ১৬ মে, ২০১৬, ০৯:৫০:০৫

আমি কি শাকিব খানের ঘরের বউ : অপু বিশ্বাস

আমি কি শাকিব খানের ঘরের বউ : অপু বিশ্বাস

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমায় শাকিব খান নির্ভর নায়িকা বলা হয়ে থাকে অপু বিশ্বাসকে। অনেকের মতে শাকিব খান ছাড়া তিনি অচল। আবার তাদের নিয়েও রয়েছে নানা গুঞ্জন। অনেকেই মনে করে তাদের মধ্যে প্রেম-প্রীতির সম্পর্ক রয়েছে। যদি এসব কথা গুঞ্জণ বলে বরাবরই অস্বীকার করেছেন শাকিব-অপু।

এদিকে দীর্ঘদিন ধরেই শোনা যাচ্ছিল শাকিব খানের বিপরীতে ‘বসগিরি’ ছবিতে অভিনয় করবেন অপু বিশ্বাস। সংবাদ মাধ্যমে এমনই খবর প্রকাশ পেয়েছিল এতদিন। কিন্তু ছবিটির শুটিং শুরুর মাত্র ক’দিন আগেই এ ছবি থেকে সরে দাঁড়িয়েছেন অপু বিশ্বাস। তবে কি কারণে তিনি ছবিটি থেকে সরে দাঁড়ালেন সে বিষয়ে খোলাশা করে কিছু বলেননি।

এদিকে অপু বিশ্বাস বর্তমানে যেন নেটওয়ার্কের বাইরে। মুঠোফোন বন্ধ, নেই ফেসবুকেও। আগে চুক্তিবদ্ধ হওয়া দুটি ছবির শুটিং হচ্ছে তাকে ছাড়াই। কোথায় অপু বিশ্বাস? অবশেষে কৌশলেই পাওয়া গেল বাংলা চলচ্চিত্রের আলোচিত এই অভিনেত্রীকে।

কেন দূরে?এমনকি শাকিব খানও তো আজকাল আপনার সম্পর্কে কোনো তথ্য দিতে পারছেন না, এমন প্রশ্নের জবাবে অপু উত্তর দিতে সময় নেননি। তিনি বলেন, সহকর্মীদের সঙ্গে এখন যোগাযোগটা কম। হাতে থাকা ছবির বেশির ভাগ শুটিং শেষ। ফলে কাউকে আর বিরক্ত করি না। আরেকটা কথা, শাকিব কেন আমার খবর রাখবে? আমি কি তাঁর ঘরের বউ? আমরা শুধু পর্দাজুটি, ঘরের জুটি নই। 'বসগিরি' ও 'শুটার’ ছবি দুটি ছেড়ে দেওয়ার কারণ নাকি শাকিব খান? এমন প্রশ্নের জবাবে অপু বলেন, কে বলেছে এই সব বাজে কথা! বরং শাকিবই তো আমাকে কাজ করার কথা বলেছে।

অভিনয় ছাড়া আর কি করছেন? অপু বলেন, অভিনয়টা আমার মূল পেশা। তবে ব্যবসাটাও বেশ উপভোগ করছি। দেখি, জিমের পর পার্লার ও রেস্টুরেন্টের ব্যবসা করা যায় কি না।
১৬ মে, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে