বিনোদন ডেস্ক : সম্প্রতি শুটিং শুরু হয়েছে শাকিব খান অভিনীত ‘বসগিরি’র। এতে তার বিপরীতে অপু বিশ্বাসের অভিনয় করার কথা ছিল। শুরু থেকেই এমন ঘোষণা দিয়ে আসছিলেন নির্মাতা শামীম আহমেদ রনি। কিন্তু শুটিং শুরুর আগেই ছবিটি থেকে ঘোষণা দিয়ে সরে দাঁড়ান অপু।
এদিকে অপু বিশ্বাস যে মুহূর্তে ছবিটি থেকে সরে দাঁড়ান সে মুহূর্তে শাকিব খান ছিলেন কলকাতায় ‘শিকারি’ ছবির শুটিংয়ে। সেখান থেকে ফিরেই তিনি শুরু করেছেন ‘বসগিরি’র কাজ। তবে জল্পনা চলছে কি কারণে অপু বিশ্বাস ছবিটি থেকে সরে দাঁড়ালেন?
অনেকেই মনে করছেন, শাকিব খানের সাথে ব্যক্তিগত কোন ঝামেলার কারণে হয় তো অপু বিশ্বাস ছবিটি থেকে সরে দাঁড়িয়েছেন। তবে অপু এ নিয়ে কোন মন্তব্য করেননি।
তবে এসব প্রসঙ্গে শাকিব খান জানিয়েছেন, অপু বিশ্বাসের পর আর কোনো হিরোইন আমাদের ইন্ডাস্ট্রিতে লম্বা সময় ধরে কাজ করেননি। অনেক প্রযোজক চেষ্টাও করেছেন। শুধু নতুন মুখ আনলেই হবে না, দেখে-শুনে আনতে হবে। আর দু-একজন যারা আছেন, তারা এখনও তারকা অভিনেত্রী সেই অর্থে হতে পারেননি।
ঢাকাই সিনেমায় শাকিব খান ও অপু বিশ্বাস জনপ্রিয় জুটি। তবে গুঞ্জন রয়েছে অপু বিশ্বাস মানেই শাকিব খান নির্ভর নায়িকা। আর সেই নায়িকা শাকিব খানের বিপরীতের ছবি ছেড়ে দিলেন! এর কারণ কি?
এ প্রসঙ্গে শাকিব জানিয়েছেন, এসব যারা বলছেন তারা ঠিক বলছেন না। অপু শারীরিকভাবে প্রস্তুত হতে পারেননি বলে ‘বসগিরি’ ছবির কাজ থেকে নিজেই সরে দাঁড়িয়েছেন। আমার সঙ্গে অপুর অসংখ্য জনপ্রিয় ছবি আছে। আর দর্শকরা আমাদের জুটি হিসেবে দেখতেও বেশ পছন্দ করেন।
অনেকেই মনে করেন শাকিবের সাথে ব্যক্তিগত ঝামেলার কারণে অপু সরে গেছেন। এ প্রসঙ্গে শাকিব জানিয়েছেন, অপুর সঙ্গে কোনো ঝামেলা নেই আমার। তার সঙ্গে অবশ্যই নতুন কোনো ছবিতে কাজ হবে। আর আমি একা নই প্রযোজকরা নতুন হিরোইন ইন্ডাস্ট্রিতে দেবার চেষ্টা করছেন।
১৬ মে, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন