বিনোদন ডেস্ক : ‘বেঈমান লাভ’ সিনেমার শুটিং চলছিল। সেখানে উপস্থিত ছিলেন বলিউডের বিতর্কিত অভিনেত্রী সানি লিওন। সেই শুটিং সেটেই হঠাৎ করে কান্নায় ভেঙে পড়েন এই অভিনেত্রী! কি হয়েছিল? কেন তিনি কাঁদলেন?
এমন প্রশ্নের উত্তরে জানা গেছে, অভিনেতা রজনীশ দুগ্গল নাকি সানি লিওনকে কাঁদিয়েছেন! এমনটাই বলছে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো।
জানা গেছে, ‘বেঈমান লাভ’ সিনেমার শুটিংয়ের সময় হঠাৎ কাঁদতে দেখা যায় সানিকে। প্রথমে বিষয়টি কেউ বুঝে উঠতে না পারলেও পরে জানতে পারেন, শুটিংয়ের সময় সহ-অভিনেতা রজনীশ দুগ্গলের এক সংলাপের পর সানি কাঁদতে শুরু করেন।
আরো জানা যায়, এ দৃশ্য দেখে সিনেমার পরিচালক রাজীব চৌধুরী হতবাক। কারণ, কোনো গ্লিসারিন ছাড়াই অভিনেত্রীর চোখে সত্যিকারের জল। শুধু তাই নয়, ওই শটের কাট বলার পরও অনেকক্ষণ কেঁদেছেন সানি লিওন।
পরে সানি বলেন, ‘ওই দৃশ্যে অভিনয়ের সময় চরিত্রের মধ্যে এতটাই ডুবে গিয়েছিলেন যে, মাথায় ছিল না এটা আমার জীবন নয়।’ বেঈমান লাভ একটি ব্ল্যাক কমেডি। প্রেম ও বিশ্বাসঘাতকতার গল্প। সিনেমাটি চলতি বছরের মাঝামাঝি সময় মুক্তি পাবে।
১৬ মে, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন