সোমবার, ১৬ মে, ২০১৬, ০১:০৬:০৭

এবারের ঈদে কে মারবেন বাজি, শাকিব নাকি জিৎ?

এবারের ঈদে কে মারবেন বাজি, শাকিব নাকি জিৎ?

বিনোদন ডেস্ক : ঈদ আসতে এখনও আরও অনেক বাকী। তবে সিনেমা হল আর বুকিং এজেন্টদের মধ্যে ঈদের আমেজ এখনই শুরু হয়ে গেছে। কেন না, ঈদ মানেই বড় উৎসব। আর এই উৎসবে ছবির বাজার মানেই রমরমা।

অনেক নির্মাতাই তীর্থের কাকের মত ঈদ উৎসবের জন্য অধীর আগ্রহে বসে থাকেন। এদিনটিতে নিজেদের ছবি মুক্তির জন্য মনে করে থাকেন মোক্ষম সময়। তবে শেষ পর্যন্ত সব ছবি আর ঈদে মুক্তি দেয়া সম্ভব হয় না।

এদিকে ঈদের ছবির জন্য এখনই বুকিং দেয়া হচ্ছে। সেই সাথে আলোচনা চলছে ঈদের ছবির বাজার কোনটা কেমন করবেন? তবে এই আলোচনায় এবার আছেন বরাবরের মতো ঢাকাই ছবির কিং শাকিব খান।

প্রতি ঈদেই সিনেমা দিয়ে বাজি মারেন ঢাকাই কিং শাকিব খান। তবে এবার তার সাম্রাজ্যে ভাগ বসাতে আসছেন কলকাতা সুপারস্টার জিৎ। তাই এবারের ঈদে ছবির বাজার নিয়ে হিসেব নিকেশটা একটু ভিন্নই হচ্ছে। জল্পনা চলছে, শাকিব খান নাকি জিৎ, এবারের ঈদে সুপার হিট কে?

জানা গেছে, এবারের ঈদের জন্য আলোচনায় আছে মোট চারটি ছবি। এর তিনটিই হচ্ছে শাকিব খান অভিনীত। আর একটি হচ্ছে কলকাতার জিত অভিনীত। এরমধ্যে ‌‘শিকারি’ ‘মেন্টাল’ ‘সম্রাট’। আর জিৎ অভিনীত একমাত্র ছবি, ‘বাদশা’।

‘মেন্টাল’ ছবির প্রযোজক পারভেজ চৌধুরী জানিয়েছেন, এ ছবিটি এবারের রোজার ঈদে মুক্তি দেয়ার জন্য আমরা সকল প্রস্তুতি শেষ করেছি। ইতিমধ্যে ১৮০টি হল বুকিং করে ফেলেছি। আমরা এ ছবিটি নিয়ে বেশ আশাবাদী। ‘মেন্টাল’ ছবিতে শাকিব ছাড়াও আরও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তিশা, আঁচল, পড়শীসহ আরও অনেকে।

‘সম্রাট’ ছবির পরিচালক মোস্তফা কামাল রাজ জানিয়েছেন, এ ছবিটির ডাবিংসহ সকল ধরনের কাজ শেষ। এবারের ঈদে ছবিটি মুক্তির জন্য প্রস্তুত। হল বুকিংয়ের কাজও চলছে। সেন্সর ছাড়পত্র পাওয়ার পর এবারের ঈদেই ছবিটি মুক্তি দেয়ার ইচ্ছে আছে। আশা করছি, ছবিটি দর্শকরা পছন্দ করবেন।

জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ জানিয়েছেন, ‘বাদশা’ ও ‘শিকারী’ ছবি দুটি বাংলাদেশে এবারের ঈদে আমরা মুক্তি দিচ্ছি। আর যেহেতু দুটি ছবিই
যৌথ প্রযোজনার তাই ‘বাদশা’ ও ‘শিকারী’ আমরা বাংলাদেশে মুক্তি দিলেও কলকাতায় ‘শিকারী’ ছবিটি তারা (এস কে মুভিজ ) ঈদে না দিয়ে পূজায় মুক্তি দেবেন বলে জানিয়েছেন।

এদিকে এখন প্রশ্ন হচ্ছে, এবারের ঈদে শাকিব খানই কি বরাবরের মতো বাজি মাত করবেন, নাকি এবার তাকে টেক্কা দিবেন কলকাতার জিৎ? এই প্রশ্নে এখন তর্ক-বিতর্ক হলেও সঠিক কোন উত্তর খুঁজে পাওয়া সম্ভব নয়। এর সঠিকটা জানতে হলে আগামী ঈদ পর্যন্ত অপেক্ষা করতেই হবে।
১৬ মে, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে