বিনোদন ডেস্ক : বলিউড তারকা কৃতি স্যানন শুটিং স্পটে পড়ে গিয়ে পা ভেঙেছেন। একটি দৌড়ের দৃশ্যে দৌড়াতে গিয়ে তিনি পড়ে গিয়ে পা ভাঙেন। তবে বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পেয়েছেন তিনি।
হাঙ্গেরির বুদাপেস্টে এই মুহূর্তে শুটিং-এ ব্যস্ত কৃতি। দীনেশ ভিজানের ‘রাবতা’-এ শ্যুটিং চলছে সেখানে। কৃতির বিপরীতে এই ছবিতে আছেন সুশান্ত সিংহ রাজপুত।
বুদাপেস্টের একটি প্রাসাদের ছাদে শ্যুটিং চলছিল। দৃশ্যটা ছিল ছাদের উপর দিয়ে কৃতি দৌঁড়ে যাচ্ছেন। কিন্তু, দৌড়নোর সময় পা হড়কে পড়ে যান কৃতি। কিন্তু, ‘সিকিউরিটি ম্যাট’-এর উপর পড়ে যাওয়াতে বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি।
তবে, গোড়ালি মচকে গিয়েছে কৃতির। এই অবস্থায় ফের শ্যুটিং করতে চেয়েছিলেন। কিন্তু, পরিচালক দীনেশ ভিজান জানিয়ে দেন পা-এর চোট সারলে তবেই শুটিং-এ চান্স মিলবে। এরপরও নাকি কৃতি শ্যুটিং স্পটে বসেছিলেন। আপাতত, তার পা-এর গোড়ালি ক্রেপ ব্যান্ডেজে বেঁধে রাখা হয়েছে।
১৬ মে, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন