বিনোদন ডেস্ক : বলিউড ছেড়ে হলিউডে পা রেখেছেন দীপিকা পাডুকোন, এটা আমাদের সবারই জানা। সেখানে তিনি ভিন ডিজেলের বিপরীতে ‘ট্রিপল এক্স’ ছবিতে অভিনয় করছেন। শুটিংও প্রায় শেষ।
মুক্তি প্রতিক্ষীত এই ছবিটির বেশ কয়েকটি দৃশ্য ফাঁস হয়ে গিয়েছে বলে খবর ছড়িয়েছে। আর সোশ্যাল মিডিয়ার সৌজন্যে সেই ভিডিওগুলো ভাইরাল হয়ে গিয়েছে। শুধু ভিডিও নয়, এই ছবির বেশ কিছু স্টিল ছবিও ইন্টারনেটের বদৌলতে ছড়িয়ে পড়েছে।
ছবিগুলিতে দীপিকাকে দেখা যাচ্ছে। এই ছবিতে অন্য ভূমিকায় ধরা দিয়েছেন দীপিকা। বলিউডে ছাপ ফেলে দিয়েছেন দীপিকা। তার গুণমুগ্ধের সংখ্যাও কম নয়। এবার হলিউডে রাজ করার পালা। মুক্তি পায়নি ‘ট্রিপল এক্স’। তার আগেই এই ছবি কিন্তু রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে।
১৬ মে, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন