সোমবার, ১৬ মে, ২০১৬, ০৬:০৫:৩৯

ঐশ্বরিয়ার ঠোঁটে বেগুনি লিপস্টিক, সামাজিক যোগাযোগ মাধ্যমে হাসির খোরাক!

ঐশ্বরিয়ার ঠোঁটে বেগুনি লিপস্টিক, সামাজিক যোগাযোগ মাধ্যমে হাসির খোরাক!

বিনোদন ডেস্ক : কানের রেড কার্পেটে কোন সেলেব্রিটি কী পরে হাঁটবেন, কী মেকআপ করবেন, তা নিয়ে উৎসাহ সবসময়েই থাকে। আর সেই সেলেব্রিটি যদি ঐশ্বরিয়া রাই বচ্চন হন, তাহলে তো কথাই নেই। কিন্তু এ বছর রেড কার্পেটে হাঁটার সময় এ কেমন মেক আপ ঐশ্বরিয়ার? সোশাল মিডিয়ায় তো তিনি এখন হাসির খোরাক হয়ে উঠেছেন।

কান চলচ্চিত্র উৎসবে গতকাল ছিল সরবজিতের স্ক্রিনিং। তাই রেড কার্পেটে ঐশ্বরিয়ার সঙ্গে ছিলেন ওমুঙ্গ কুমার, অভিনেত্রী রিচা চাড্ডা। ফ্রম দা ল্যান্ড অফ দা মুনের প্রিমিয়ারে গিয়েছিলেন তারা। ঐশ্বরিয়ার ড্রেস ঠিকই ছিল। কিন্তু সমস্যা তৈরি করে তার পার্পল লিপস্টিক। ওই পার্পল লিপস্টিকের কারণে গোটা সাজটাই মাঠে মারা যায়। উলটে সোশাল সাইটে তাকে নিয়ে শুরু হয় হাসি ঠাট্টা।

ঐশ্বরিয়া অবশ্য এ সব ব্যাপার নিয়ে মাথা ঘামাতে একেবারেই রাজি নন। তিনি জানিয়েছেন, তিনি অভিনেত্রী। ফ্যাশন উপভোগ করেন। তার একটা জীবন আছে, পরিবার আছে। তাই তাকে কে কী বলল, তাতে কিছু যায় আসে না।

প্রসঙ্গত, সাবেক  বিশ্ব সুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চন কানে রেড কার্পেটে হাঁটার আগে লরিয়াল প্যারিসের জন্য পোজ দেন। তিনি ওই সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসডর। তাই লাল গালিচায় হাঁটার আগে তিনি লিপস্টিকের তৈরি একটি আইফেল টাওয়ারের পাশে দাঁড়িয়ে ছবি তোলেন।

আসলে তার এই পুরো ফোটো শুটটাই ছিল লরিয়াল প্যারিসের কসমেটিক ব্র্যান্ডের বিজ্ঞাপনী প্রচারের জন্য। লিপস্টিকের আইফেল টাওয়ারের সঙ্গে পোজ দিলেন ঐশ্বরিয়া। ঐশ্বরিয়া ১৫ বছর ধরে এই আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে অংশ গ্রহণ করছেন।
 
রেড কার্পেটে পাপারাৎজির সামনে পোজ দিতে তাই অভ্যস্ত তিনি। আলি য়োন্সের ডিজাইন করা পাথর-খচিত সেই বহুমূল্য গাউনটি পড়ে তৃতীয় দিনে দ্যুতি ছড়িয়েছেন লালগালিচায়।
১৬ মে, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে