বিনোদন ডেস্ক : মহিলারা তো আর পণ্য নন! কাজেই যে সব জিনিস ছেলেদের, সেই সব বিজ্ঞাপন ছেলেদের দিয়েই হোক না! এভাবে মেয়েদের তো ব্যবহার না করলেও হয়! বরং, তাদের একটু সম্মান দিলে তাতে কিইবা ক্ষতি হয়ে যাবে? সম্প্রতি এমনই এক বিজ্ঞাপন দিতে দেখা যাচ্ছে ‘মাস্তিজাদে’ সেই বীর দাসকে।
কিন্তু সত্যিই কী এমন বার্তা দিচ্ছেন বীর! কারণ বিজ্ঞাপনের শুরুতেই দেখা যাচ্ছে, ক্যাটরিনা কাইফ যেমন করে ‘আমসূত্র’-এর বিজ্ঞাপনে আম খান, সে ভাবেই তাকে নকল করছেন বীর দাস। তার পরনে লাল রঙের শাড়ি। এর পরে বীর দাসকে দেখা যাবে বাথটবে, যে ভাবে ‘লাক্স’-এর বিজ্ঞাপনে শরীর মেলে ধরেন নায়িকারা। বাইকের উপরে লাস্যময়ী ভঙ্গিতে নিতম্ব দোলাতে। শেষে সাগরতটে ফুলেল ড্রেস পরে আইসক্রিম খেতেও দেখা গিয়ে তাকে! কিন্তু এসবের পরে বীরকে দেখা গেল মেন ডিও-এর অ্যাড দিতে।
সুতরাং নাক বেড় দিয়ে কানটা ধরলেন বীর। প্রচারের জন্য নারীদেরই ব্যবহার করলেন বীর। মহিলা সেজে, তাদের নকল করাটা তো নিতান্তই বিজ্ঞাপনী প্রচার। তাছাড়া, বিজ্ঞাপনে বীরের মুখে শোনা গিয়েছে একটা কথা- অবজেক্টিফিকেশন! মানে, মহিলাদের পণ্য করে তোলা! কিন্তু, যে উদাহরণগুলো দিচ্ছেন বীর, সেগুলো কিন্তু মহিলাদের পণ্য করেনি। পণ্য করেছে তাদের আচার আচরণগুলোকে। সেই ব্যবহারই প্রদর্শন করেছেন কোনো না কোনো মহিলা, এই যা!
তবে এর আগেও প্রচার পেতে এমন আবেদনময়ীর নারীদের ভঙ্গির আশ্রয় নিয়েছিলেন বীর। এমনকি ছবির প্রচারের জন্য তিনি খালি গায়ে মুম্বাতেও ঘুরেছিলেন।
১৬ মে, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই