সোমবার, ১৬ মে, ২০১৬, ০৭:৫৩:৫২

হৃত্বিক-কঙ্গনার বিতর্কিত সেই ঘটনা নিয়ে এবার তৈরি হচ্ছে সিনেমা

হৃত্বিক-কঙ্গনার বিতর্কিত সেই ঘটনা নিয়ে এবার তৈরি হচ্ছে সিনেমা

বিনোদন ডেস্ক : অনেকদিন থেকেই বলিউডের চর্চার বিষয় হৃত্বিক রোশন এবং কঙ্গনা রানাওয়াতের মধ্যকার আইনি ঝামেলা। আর এখন শোনা যাচ্ছে তাদের সেই ঝামেলার বিষয় নিয়ে তৈরি হবে সিনেমা। এটাই নাকি সিনেমার বিষয়। হৃত্বিক রোশন আর কঙ্গনা রানাওয়াতের মধ্যে যা আইনি ঝামেলা চলছে, তা নিয়েই নাকি ছবি বানাতে চলেছেন এক নবাগত পরিচালক। শুধু তাই নয়। ছবির চিত্রনাট্যও নাকি হৃত্বিকের কাছে পাঠিয়েছেন তিনি।

সূত্রের খবর, বিষয়টি বিতর্কিত বলে যে ছবিটি বানানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে, তা নয়। হৃত্বিক একজন প্রতিষ্ঠিত অভিনেতা। কোনো সেলেব্রিটির জীবনে এমন ঘটনা সচরাচর দেখা যায় না। তাই এটিকে সিনেমায় আনার কথা ভাবা হচ্ছে। চিত্রনাট্যে নাকি তাকে একটি বস্তু হিসেবে দেখানো হয়েছে যেটি নিয়ে এক মেয়ে অবসেস্ড।

তবে হৃত্বিকের ঘনিষ্ঠ সূত্রের মতে তিনি নাকি এখন 'কাবিল' সিনেমার শুটিং নিয়েই ব্যস্ত সময় কাটাচ্ছেন। এছাড়া বর্তমানে আর কোনো ছবির কথা তিনি ভাবছেন না।
১৬ মে, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে