মঙ্গলবার, ১৭ মে, ২০১৬, ০৬:২৮:৪৬

বাস্তবে পরকীয়ায় জড়িয়েছেন যেসব বলিউড তারকা

বাস্তবে পরকীয়ায় জড়িয়েছেন যেসব বলিউড তারকা

বিনোদন ডেস্ক : প্রায় সংবাদ মাধ্যমে পরকীয়া নিয়ে খুনোখুনিসহ অনেক ভয়ংকর অপরাধের খবর শোনা যায়। কখন বিকৃত মানসিকতা আবার কখন না পাওয়ার বেদনায় পরকীয়া জড়ান মানুষরা। কিন্তু বেশিভাগ ক্ষেত্রে সমাজের এই নিষিদ্ধ প্রেমের পরিণতি ভালো হয় না।

পরকীয়া খুব একটা যে শুভকর নয় তা বলিউডের তারকাদের দিকে তাঁকালে বোঝা যায়। দেখে নেওয়া যাক, বাস্তব জীবনে পরকীয়ায় জড়িয়েছেন যেসব বলিউড তারকারা।

অমিতাভ বচ্চন ও রেখা : রেখার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেও রেখার সাথে ছিল অমিতাভে নিষিদ্ধ প্রেম সম্পর্ক। রেখার সঙ্গে অমিতাভের সম্পর্কের জন্য জয়া নাকি একবার ভেবেছিলেন বিয়েটাই ভেঙে দেবেন।

মিঠুন ও শ্রীদেবী : মিঠুন চক্রবর্তির ধর্মপত্নী যোগিতা বালি থাকা সর্তেও কাজ করতে গিয়ে শ্রীদেবী সাথে সম্পর্ক গড়ে ফেলেন মিঠুন। শ্রীদেবী আর মিঠুনের ঘনিষ্ঠতা এতটাই গভীর হয়ে উঠেছিল যে নিজের জীবন শেষ করে দেওয়ার কথা ভেবে ফেলেছিলেন ফাটাকেষ্টর স্ত্রী যোগিতা বালি।

হৃত্বিক-সুজান : হৃত্বিক-সুজানের সম্পর্কে বাধা হয়ে দাঁড়িয়েছে একাধিক নারী। আবার সুজানের সাথে অর্জুন রামপালের সম্পর্ক ছিল বলেও খবর রটে যায়।

শত্রুঘ্ন-রিনা : শত্রুঘ্নর ধর্মপত্নী পুনম সিনহা। তবে শত্রুঘ্ন সিনহা ও রিনা রায়ের পরকীয়া নিয়ে এখনো নানা গুঞ্জন আছে বলিউডে। গুঞ্জনকারীদের দাবী, সোনাক্ষী সিনহার সঙ্গে বিরাট মিল রয়েছে রিনা রায়ের।

আদিত্য-কঙ্গনা : ক্যারিয়ারের শুরুর দিকে আদিত্য পাঞ্চলির সঙ্গে সম্পর্ক ছিল বলিউড 'কুইন' কঙ্গনা রানাওয়াতের। সেসব এখন অতীত। হৃতিক রোশনের সঙ্গে তার সম্পর্ক নিয়ে গুঞ্জন শুরু হয়। এখনও সেই গুঞ্জন ভেসে বেড়াচ্ছে বলিউড পাড়ায়।

হৃত্বিক-বারবারা : ঋত্বিক-সুজানের সম্পর্কে বাধা হয়ে দাঁড়ানো একাধিক নারীর মধ্য বারবারা একজন। ভিনদেশী এই কৃষ্ণকেশী বারবারা-হৃত্বিকের উষ্ণ সম্পর্কের বিষয়ে নাকি দিনদিন অসহিষ্ণু হয়ে উঠেছিলেন হৃত্বিকপত্নী সুজানে।

আমির খান ও কিরণ রাও : বলিউডের আর এক খান আমিরও এ ব্যাপারে কম যান না | মাত্র ২১ বছর বয়েসে রীনা দত্তের সঙ্গে পালিয়ে বিয়ে করেন আমির| ১৫ বছর একসঙ্গে থাকার পর ‘লগান’ ছবির অ্যাসিস্ট্যান্ট কিরণ রাওয়ের সঙ্গে জড়িয়ে পড়েন পরকীয়া প্রেমে | এরপর রীনা-আমিরের ডিভোর্স আর কিরণের সঙ্গে বিয়ে|

অর্জুন কাপুর-মালাইকা অরোরা : বলিউড ভাইজান সালমান খানের ছোট ভাই আরবাজ খানের সাথে আনুষ্ঠানিকভাবেই ছাড়াছাড়ি না হলেও মুন্নী বদনাম হুয়ির মালাইকা অরোরা তার সন্তানকে নিয়ে নাকি অর্জুনের ফ্লাটে উঠেছেন।

সাইফ আলি-রোসা ক্যাটালানো : বলিউডের ছোটে নবাব সইফ আলি খানের প্রথম থেকেই বয়েসে বড় মহিলাদের প্রতি দুর্বল, তা সে অনু আগরবাল হোক বা মুনমুন সেন| মাত্র ২১ বছর বয়েসে অনেকটাই বড় অমৃতা সিং কে বিয়ে করেন| বিবাহিত জীবন ভালোই কাটছিল ওদের কিন্তু ১৪ বছর পর ইটালিয়ান মডেল রোসা কাটলানোর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পরেন সাইফ যদিও সেই সম্পর্কও বেশিদিন স্থায়ী হয়নি|

১৭ মে ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে