বিনোদন ডেস্ক : একটি ফ্ল্যাট কিনেছিলেন রণবীর কাপুর। সেখানে ক্যাটরিনা কাইফের সাথে ছিলেন তিনি। ক্যাটরিনার সাথে বিচ্ছেদের পর সে ফ্ল্যাট থেকে বের হয়ে আসেন তিনি। এরপর আর ও ফ্ল্যাটমুখো হননি।
এদিকে নতুন করে আবার নিজের জন্য ফ্ল্যাট কিনেছেন এই অভিনেতা। শুধু কিনেছেন তা নয়, রিতীমতো তিনি এই ফ্ল্যাট কিনে রেকর্ডও করেছেন। রেকর্ডই বা বলি কেন। এই ফ্ল্যাটটি কত দিয়ে তিনি কিনেছেন? তা জানলে আপনার মাথাও ভোঁ ভোঁ করে ঘুরতে থাকবে।
জানা গেছে, গত মাসেই পালি হিল্সে ফ্ল্যাট কিনেছেন রণবীর কপূর। তার ফ্ল্যাটের দাম কত পড়েছে, শুনলে মাথা ভোঁ-ভোঁ করবে। ফ্ল্যাটের দাম পড়েছে ৩৫ কোটি টাকা! স্কোয়্যার ফুটের হিসেবে এক লক্ষ ৪২ হাজার টাকা! কীভাবে ‘রেকর্ড’ করলেন রণবীর? মুম্বাইয়ের শহরতলিতে স্কোয়্যার ফিটের হিসেবে এত দামি ফ্ল্যাট এর আগে কেউ কেনেননি।
প্রায় আড়াই হাজার স্কোয়্যার ফিটের এই ফ্ল্যাটটি ‘বাস্তু পালি হিল’ নামক বহুতলের আটতলায়। ‘লাক্সারি বিল্ডিং’ বলতে ঠিক যা বোঝায়, এই ফ্ল্যাটটি তা-ই। দু’টি পার্কিং লট কিনেছেন রণবীর। ১২ তলা বিল্ডিংটি কাপূরদের কৃষ্ণ রাজ বাংলোর কাছেই। মুম্বাইয়ের উপকণ্ঠে এটিই সবথেকে দামি ফ্ল্যাট হতে পারে বলে মনে করা হচ্ছে।
১৭ মে,২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন