বিনোদন ডেস্ক : আব্রাম। ছোট্ট এই আব্রাম এখন তার বাবা শাহরুখ খানের মতই দারুণ জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। তার ছবি এবং ভিডিও মানেই সামাজিক যোগাযোগের মাধ্যমে দারুণ সব আলোচনা সৃষ্টি করে।
সম্প্রতি ২ বছর বয়সি আব্রম এবং অভিনেত্রী পরিণীতি চোপড়ার মধ্যে তলোয়ার নিয়ে যুদ্ধের একটি ভিডিও সামাজিক যোগাযোগেরমাধ্যমে রিতীমতো হৈ চৈ ফেলে দিয়েছে।
ইনস্টাগ্রামে ওই তলোয়ার ফাইটের ভিডিওটি শেয়ার করেছে শাহরুখ খানের ফ্যান ক্লাব। ভিডিওটিতে দেখা যাচ্ছে, অভিনেত্রী পরিণীতি চোপড়া তলোয়ার দিয়ে অব্রামের সঙ্গে যুদ্ধ করছেন। স্বাভাবিকভাবেই সেগুলো আসল তলোয়ার ছিল না।
গতকাল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএল-এ কলকাতা নাইট রাইডার্স এবং রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর মধ্যকার ম্যাচটি দেখতে কলকাতার ইডেন গার্ডেনসে হাজির হয়েছিলেন শাহরুখ খান, অব্রাম ও পরিণীতি চোপড়া। আর সেখানেই ঘটে এমন ঘটনা।
১৭ মে,২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন