মঙ্গলবার, ১৭ মে, ২০১৬, ০৪:৫২:৪২

শিক্ষক লাঞ্ছনার ঘটনায় কান ধরে তারকাদের প্রতিবাদ

শিক্ষক লাঞ্ছনার ঘটনায় কান ধরে তারকাদের প্রতিবাদ

বিনোদন ডেস্ক : নারায়ণগঞ্জে স্কুলশিক্ষক শ্যামল কান্তিকে গণধোলাই ও পরে স্থানীয় এমপি একেএম সেলিম ওসমানের নির্দেশে কান ধরে উঠবস করানোর ঘটনায় সারা দেশে ব্যাপক সমালোচনা চলছে। চলছে এর প্রতিবাদও।

ওই ঘটনায় ইতিমধ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রতিবাদ করতে শুরু করেছে। তারা এমন ন্যাক্কারজনক ঘটনার নিন্দা জানিয়ে কান ধরে এর প্রতিবাদ জানাচ্ছেন। আর কান ধরা সে সব ছবি সামাজিক যোগাযোগের মাধ্যমেও ছড়িয়ে দিচ্ছে।

একটি স্কুলের একজন প্রধান শিক্ষককে এভাবে হেয়পতিপন্ন করায় ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রায় সবাই এর প্রতিবাদ করছেন কানে ধরা ছবি আপলোড করে। সাধারণ মানুষের সঙ্গে তারকারাও এই প্রতিবাদে অংশ নিয়েছেন। তারাও কানে ধরে ছবি ইতিমধ্যেই আপলোড করেছেন ফেসবুকে।

তারকাদের মধ্যে রয়েছেন ইরেশ যাকের, রওনক হাসান, মাজনুন মিজান, রিমুসহ আরও অনেকে। এছাড়াও আরও অনেক মিডিয়া ব্যক্তিত্ব রয়েছেন যাড়া এই প্রতিবাদে সামিল হয়েছেন। সবাই এ ঘটনার সুষ্ঠু বিচার দাবী করছেন।
১৭ মে,২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে