বিনোদন ডেস্ক : বলিউডের সব থেকে আলোচিত ও বিতর্কিত অভিনেত্রী এখন সানি লিওন। আর সেই সানি লিওনের মেকআপ আর্টিস্ট হিসেবে যোগ দিতে যাচ্ছেন বাংলাদেশের মেকআপ আর্টিস্ট মনির হোসেন।
সূত্র জানিয়েছে, আগামী মাস থেকে মনির সানি লিওনের সঙ্গে কাজ করবেন। এ জন্য তিনি ইতিমধ্যেই সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন। এ উদ্দেশ্যে খুব শিগগিরই তিনি ভারতের উদ্দেশ্যে রওনা দিবেন।
জানা গেছে, মনির হোসেনের বন্ধু অলক দত্ত শাহরুখ খানের মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করেন। অলকের মাধ্যমেই সানি লিওনের সঙ্গে কাজ করার সুযোগ তৈরি হচ্ছে মনিরের। আর এ জন্য আগামী মাসেই কাজের জন্য ভারত যাচ্ছেন তিনি।
মনির জানান, আমি এর আগে বাংলাদেশের তারকা ছাড়াও বলিউডের অমিতাভ বচ্চন, ইরফান খান, অক্ষয় কুমার, টালিগঞ্জের অঙ্কুশ চ্যাটার্জি, শুভশ্রী, কোয়েল মল্লিক সহ আরো অনেক বড়বড় তারকার মেকআপের কাজ করেছি।
মনির হোসেন মেকআপ ম্যান হিসেবে `খোঁজ দ্য সার্চ`, `সুইটহার্ট`, `আমার আছে জল`, `দ্য স্পিড`, `মিশন আমেরিকা`, `সম্রাট, দ্য কিং ইজ হেয়ার` ছাড়াও আরো অনেক ছবিতে কাজ করেছেন। এছাড়া মনিরের মেকআপের জাদুতে অনেক বড়মাপের তারকারাও মুগ্ধ হয়েছেন।
১৭ মে,২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন