বিনোদন ডেস্ক : বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন বলিউড সুপারস্টার সালমান খান। এ বছরেই নাকি বিয়ে করছেন ৫০ বছর বয়সী এ অভিনেতা।
বিয়ের বিষয়টি এখন সবার মুখে মুখে। শোনা যাচ্ছে, এ বছরের শেষ দিকে রোমানিয়ান সুন্দরী লুলিয়ার সঙ্গে গাঁটছড়া বাঁধবেন সালমান খান।
এরই মধ্যে প্রস্তুতিও শুরু হয়ে গেছে ‘ভাইজান’র গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে। শুধু তাই নয়, গোপনে দুই পরিবারের মাঝে কয়েক দফা আলোচনাও হয়েছে।
তার পারিবারিক সূত্রে এমন কথা জানা গেছে। দেশটির গণমাধ্যমে এই সুপারস্টারের বিয়ে নিয়ে বিভিন্নভাবে লেখালেখি হচ্ছে। আসলে সালমান খান বিয়েতে আদৌ রাজি কিনা তা অস্পষ্টই থেকে যাচ্ছে।
তবে বিয়ের বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও সালমান খান ঠিকই উপহার পেতে শুরু করেছেন। কিন্তু তাতে মেজাজ ভালো নেই ভাইজানের।
গতকাল সকালেই নাকি বিয়ের শুভেচ্ছা জানিয়ে অনুরাগীরা উপহার সামগ্রী নিয়ে হাজির হন। তবে এ নিয়ে সালমান যে খুব একটা স্বস্তিতে আছেন তা কিন্তু নয়। উপহার পেয়ে বেজায় চটেছেন এ অভিনেতা।
এখনও বিয়ের কথা তিনি আনুষ্ঠানিকভাবে কাউকে জানাননি। তার আগেই উপহার কেন! এমন দৃষ্টিভঙ্গি সালমান খানের।
১৭ মে,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম