রিমন মাহফুজ , কান ( ফ্রান্স) থেকে: ৬৯তম কান চলচ্চিত্র উৎসবে যোগ দিয়েছেন ‘আয়নাবাজি’র ছবির নির্মাতা অমিতাভ রেজা। তার সঙ্গে আছেন চলচ্চিত্রটির প্রযোজক জিয়াউদ্দিন আদিল ও গাউসুল আলম শাওন। মঙ্গলবার (১৭ মে) মার্কোদা ফিল্মের গ্রে থ্রি হলে ‘আয়নাবাজি’ দেখানো হয়।
প্রদর্শনী দেখতে মার্কিন যুক্তরাষ্ট, যুক্তরাজ্য, ভারত, রোমানিয়া, তুরস্কসহ বিশ্বের অন্যান্য দেশের দর্শক এসেছেন। আধুনিক ও আন্তর্জাতিক মানের চলচ্চিত্র বাছাই করতে ও বানিজ্যকরণের লক্ষে বিভিন্ন দেশের নির্মিত, প্রযোজক ও বিনিয়োগকারী এই প্রদোর্শনীতে উপস্থিত থাকেন। ‘আয়নাবাজি’ এরই মধ্যে কান ছাড়াও কানাডা, ইরান ও কায়রো চলচ্চিত্র উৎসবের জন্য আমন্ত্রণ পেয়েছে।
নির্মাতা অমিতাভ রেজা বলেছেন, ‘চলচ্চিত্র নির্মাণ একটি দলবদ্ধ উদ্যোগ। এখানে আগত দর্শকদের ভালোলাগা দেখে বলতেই পারি, আমাদের দলটি অসাধারন কাজ করেছে।’
টপ অফ মাইন্ডের সিইও ও চলচ্চিত্রটির প্রযোজক জিয়াউদ্দিন আদিল বলেছেন, ‘চলচ্চিত্রটি দর্শকের ভালোবাসা পেয়েছে। এর ছাপ দেখতে পাচ্ছি প্রদর্শনীতে। এটি একেবারেই ভিন্নধর্মী ও প্রাণবন্ত চলচ্চিত্র।’
প্রযোজক ও অভিনেতা গাওসুল আলম শাওন বলেছেন, ‘দেশের দর্শকরা এই চলচ্চিত্রটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। আমার বিশ্বাস, কান চলচ্চিত্র উৎসবের এই সাফল্য তাদের আগ্রহকে আরও দ্বিগুন করে তুলবে।’
অমিতাভ রেজার অভিষেক চলচ্চিত্র ‘আয়নাবাজি’তে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নাবিলা, লুৎফর রহমান জর্জ, হিরা চৌধুরী, শওকত ওসমান, গাওসুল আলম শাওন প্রমুখ। এর চিত্রনাট্য তৈরি করেছেন করেছেন অনম বিশ্বাস ও গাওসুল আলম শাওন। নির্বাহী প্রযোজক ছিলেন এশা ইউসুফ।
১৭ মে, ২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস