মঙ্গলবার, ১৭ মে, ২০১৬, ০৯:৩৯:০৯

বাংলাদেশময় কান চলচ্চিত্র উৎসব

বাংলাদেশময় কান চলচ্চিত্র উৎসব

রিমন মাহফুজ , কান ( ফ্রান্স) থেকে: কানে এবার বাংলাদেশি ছবি নিয়ে ভালোই আলোচনা হচ্ছে। কানের বাণিজ্যিক শাখা মার্শে দ্যু ফিল্মে মঙ্গলবার  ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড প্রযোজিত 'অজ্ঞাতনামা' ছবির প্রদর্শনী। প্যালে ডি ফেস্টিভ্যাল ভবনের চতুর্থ তলায় প্যালে আই প্রেক্ষাগৃহে এটি শুরু হয় সন্ধ্যা ছয়টায় (বাংলাদেশ সময় রাত দশটা)।

এদিকে সোমবার (১৬ মে) কানে এসে পৌঁছেছেন  প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর ও চ্যানেল আইয়ের পরিচালক (বিপণন) ইবনে হাসান খান। সঙ্গে তাদের স্বজনরাও আছেন।

ছবিটির পরিচালক তৌকীর আহমেদ তার স্ত্রী অভিনেত্রী বিপাশা হায়াতকে নিয়ে গত ১৩ মে থেকে কানে অবস্থান করছেন।

উৎসবে নিজের অনুভূতি জানিয়ে ফরিদুর রেজা সাগর বলেন, 'এ অনুভূতিটা সত্যিই অনেক আনন্দের। আমরা বিভিন্ন উৎসবে বাংলাদেশকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। এখানে 'অজ্ঞাতনামা'র চেয়েও বড় কথা হলো এ ছবিকে কেন্দ্র করে এখানে অনেকে বাংলাদেশের চলচ্চিত্র শিল্প ও বাংলাদেশকে জানার চেষ্টা করছে। ছবিটির পোস্টারে আমরা কান উৎসবের লোগো ব্যবহার করতে পারছি, এটাও বড় প্রাপ্তি।

মঙ্গলবার একই সময়ে বাংলাদেশের আরও একটি ছবি কানের বাণিজ্যিক শাখা মার্শে দ্যু ফিল্মের আওতায় দেখানো হবে। এর প্রদর্শনী থাকছে গ্রে হোটেলের মিলনায়তনে। ফরিদুর রেজা সাগর এ প্রসঙ্গে এ ছবির কথাও উল্লেখ করে বলেছেন, 'আমাদের দেশের দুটি ছবি কান উৎসবে দেখানো হচ্ছে, এটা সত্যি গৌরবের। এর মাধ্যমে বাংলাদেশের ছবির আরও বেশি প্রসার হবে আন্তর্জাতিক অঙ্গনে।'

এ ছাড়াও রোববার (১৫ মে) উৎসবের মূলকেন্দ্র প্যালে ডি ফেস্টিভ্যাল ভবনের সাল বুনুয়েল প্রেক্ষাগৃহে ধ্রুপদী ছবির বিভাগ কান ক্ল্যাসিকসে দেখানো হয়েছে খান আতা অভিনীত উর্দু ছবি ‘জাগো হুয়া সাভেরা’ (১৯৫৮)। এর সহকারী পরিচালক ছিলেন বাংলাদেশের প্রখ্যাত চলচ্চিত্রকার জহির রায়হান।

অন্যদিকে কান চলচ্চিত্র উৎসবকে ঘিরে প্রতিদিনই হলিউড রিপোর্টার, ভ্যারাইটি, গ্রাজিয়া, স্ক্রিনসহ বিখ্যাত পত্রিকাগুলো বিভিন্ন প্রকাশনা বের করছে।

এর মধ্যে 'এম' নামের একটি ম্যাগাজিনে বাংলাদেশি অভিনেতা আহমেদ শরীফের একটি ছবির স্থিরচিত্র ছাপা হয়েছে। তার পেছনে পিস্তল ধরে দাঁড়িয়ে আছে একদল গুন্ডা। এখানে বাংলাদেশের চলচ্চিত্র শিল্প নিয়ে প্রতিবেদন ছেপেছে 'এম'।

প্রতিবেদনটিতে সরকার প্রতীকের তোলা একডজনেরও বেশি ছবি ব্যবহার করা হয়েছে। এর মধ্যে আরও আছে পরীমনি, ববি, সাইমনের মতো বাণিজ্যিক ছবির তারকাদের অভিনীত চলচ্চিত্রের স্থিরচিত্র।
ফরাসি ভাষায় প্রকাশিত প্রতিবেদনটির শিরোনামের ইংরেজি করলে দাঁড়ায় 'ইট উইল রান বাংলাদেশ'। এটি লিখেছেন জুলিয়া বুইসু। ভূমিকাতে ঢালিউডকে বাংলাদেশের স্বপ্নের কারখানা হিসেবে উল্লেখ করেছেন তিনি। ভূমিকাতে আরও বলা হয়েছে, 'হাসিখুশি সমাপ্তির আগে ঢালিউডের ছবিতে ভালোবাসা, ভয়াবহ ভিলেন, খুন, রক্ত সবই থাকে মসলাদার’।

মার্শে দ্যু ফিল্মের অফিসিয়াল প্রকাশনায়  'অজ্ঞাতনামা'র সঙ্গে ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেডের আরও চারটি ছবির নাম যুক্ত হয়েছে। এগুলো হলো নাসিরউদ্দীন ইউসুফের 'গেরিলা', মেহের আফরোজ শাওন পরিচালিত 'কৃষ্ণপক্ষ', স্বপন আহমেদ পরিচালিত 'লাল টিপ', মাসুদ আখন্দের 'পিতা'।

আরেকটি প্রকাশনায় 'আয়নবাজি'র পরিচালক অমিতাভ রেজা এবং বাংলাদেশের আরেক নির্মাতা সামিয়া জামান এবং নির্মাতা স্বপন আহমেদের সংক্ষিপ্ত পরিচিতি  ছাপা হয়েছে। তারাও আছেন এবারের কান উৎসবে।
১৭ মে, ২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে