মঙ্গলবার, ১৭ মে, ২০১৬, ০৯:৪২:৫৮

হিজাব ছাড়া ছবি পোস্ট করায় আটক মডেল

হিজাব ছাড়া ছবি পোস্ট করায় আটক মডেল

বিনোদন ডেস্ক : হিজাবহীন ছবি ইনস্টাগ্রামে পোস্ট করার অপরাধে ইরানে গ্রেপ্তার হলেন মডেলসহ ৮ মহিলা।  জনসমক্ষে তাদের ক্ষমা চাইতে বাধ্য করা হয়।

সোমবার ইরানের রাজধানী তেহরানের আদালতে কাঠগড়ায় তোলা হয় ধৃত ৮ যুবতীকে।  এদের মধ্যে ছিলেন এলহাম আরব নামে ইরানের এক নামি মডেল।

তার বিরুদ্ধে অনলাইনে অশ্লীল ছবি পোস্ট করার অভিযোগ আনা হয়েছিল।  জানা গেছে, ইনস্টাগ্রামে হিজাব ছাড়া ছবি পোস্ট করেছিলেন ওই যুবতী, যা মুসলিম সমাজের রীতি বিরুদ্ধ।

তার সম্পর্কে অভিযোগ জানিয়ে আদালতে সরকারি কৌঁসুলি আব্বার জাফরি দৌলতাবাদী জানান, ওই যুবতী প্রকারান্তরে পাশ্চাত্য সংস্কৃতি প্রচার করার চেষ্টা করছেন।

আত্মপক্ষ সমর্থনে এলহাম জানান, সবাই সৌন্দর্য ও যশ ভালোবাসে।' আদালত কক্ষে অবশ্য তিনি কালো কাপড়ে মাথা ঢেকে এসেছিলেন।  নিজের সোনালি চুল কলপ করে গাঢ় খয়েরি রং করেছিলেন ওই যুবতী মডেল।  

তিনি জানান, সৌন্দর্য উপভোগ করেন সবাই।  কিন্তু তার জন্য যে দাম চোকাতে হয়, তার হিসাব কেউ রাখে না।  এর ফলে একজন মডেল তার হিজাব ও সম্মান, দুই-ই হারান।

শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে এলহাম আরবের ইনস্টাগ্রাম পেজ বন্ধ করে দেয়া হয়েছে, ফেসবুক অ্যাকাউন্ট ব্লক করা হয়েছে।

তার সঙ্গে গ্রেপ্তার হওয়া বাকি ৭ মহিলার বিরুদ্ধেও সোশ্যাল মিডিয়ায় মুসলিম আইনবিরোধী ছবি পোস্ট করার অভিযোগ তুলেছে ইরান প্রশাসন।

প্রশাসনিক সূত্রে খবর, ইসলাম ও দেশের মর্যাদা রক্ষার জন্য বিশেষ 'অপারেশন স্পাইডার ২' অভিযান শুরু করেছে ইরান।  

অনলাইনে অনৈতিক এবং অস্বাস্থ্যকর তথ্য ও ছবি পোস্ট করার অপরাধে এযাবতকালে গ্রেপ্তার করা হয়েছেন বহু নারী।  

বেশ কিছু মহিলা এ আশঙ্কায় দেশত্যাগী হয়েছেন বলেও জানা গেছে
১৭ মে,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে