বিনোদন ডেস্ক : এই পৃথিবীতে খুব কমই মানুষ রয়েছেন, যারা নিজেদের প্রতিভা দিয়ে বিশ্বটাকেও বদলে দিতে পারেন। যাকে নিয়ে বিশ্ব জুড়ে এতটা আলোচনা তৈরি হয়। সাধারণ মানুষ যাদের দেখে প্রেরণা পান। এমনই একজন হলেন মাইকেল জ্যাকসন। তাকে ঘিরে বিশ্ব জুড়ে উন্মাদনার শেষ নেই। তার ব্যক্তিগত জীবন নিয়েও কম চর্চা হয়নি। যখন তিনি বেঁচে ছিলেন, প্রচুর মানুষ তার মতো হতে চাইতেন। এখন আর তিনি বেঁচে নেই। কিন্তু তার কন্যা প্যারিস জ্যাকসনও ভবিষ্যৎ প্রজন্মের কাছে ফ্যাশনের দৃষ্টান্ত হয়ে উঠতে চলেছেন।
১৯৯৮ সালে ৩ এপ্রিল জন্ম হয় মাইকেল জ্যাকসন কন্যা প্যারিসের। সেও যে ভবিষ্যতে বিখ্যাত হতে চলেছেন, তা আগে থেকেই বোঝা গিয়েছিল। আর তাই এবার প্রমাণিত হলো। প্যারিসের অসাধারণ সৌন্দর্যের জন্য সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই তার ফ্যান ফলোয়িং-এর সংখ্যাটা বেশ ঈর্ষা ধরানোর মত। তিনি সুন্দরী ছিলেনই। কিন্তু গত কয়েক বছরে তার সৌন্দর্য এতটাই বেড়েছে যে, তাকে কোনো সুপার মডেলের তুলনায় কোনো অংশে কম বলে মনে হচ্ছে না। এতটাই হট অ্যান্ড বোল্ড তিনি।
১৭ মে, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই