মঙ্গলবার, ১৭ মে, ২০১৬, ০৯:৫৬:০৯

ইনিই নাকি হিরো, কে বলেন তো?

ইনিই নাকি হিরো, কে বলেন তো?

বিনোদন ডেস্ক : ইন্ডাস্ট্রিয়ালিস্ট সুব্রত রায়ের মায়ের শ্রাদ্ধানুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন বলিস্টার ফারদিন খান।  লখনৌও-এর অনুষ্ঠানে তার চেহারা দেখে মিডিয়া তো বটেই, অনেক সেলেবরই চোখ কপালে উঠেছিল।

বহুদিন সিনে দুনিয়া থেকে বাইরে রয়েছেন  বলি-অভিনেতা।  তা বলে এতটা ওজন বাড়ানো! আশ্চর্য তো হবারই কথা।  শরীরে অত্যধিক মেদ জমায় গলায় ভাঁজ স্পষ্ট হয়েছে তার।

শরীরে এমন হালের জন্য বেশ কয়েক বছর মানসিক অশান্তিতেও ভুগছিলেন বলে জানা গেছে।

তবে সূত্রের খবর, মেদ ঝরাতে তিনি নিয়মিত জিমে যাচ্ছেন।  লন্ডনের একটি অত্যাধুনিক জিমে ভর্তিও হয়েছেন।  

সেলেব্রিটি ট্রেনারের রুটিন মেনে শরীর থেকে বাড়তি মেদ ঝরাতে কসরত করছেন প্রতিদিন।  ২০১৪ সালে ৩ মাসের মধ্যে ১২ কেজি মেদ ঝরিয়েছেন তিনি। আগের অবস্থায় ফিরতে এখন তিনি বদ্ধপরিকর।
১৭ মে,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে