মঙ্গলবার, ১৭ মে, ২০১৬, ১০:১১:১১

আবদার মিটাতে পথে নামলেন রানী

আবদার মিটাতে পথে নামলেন রানী

বিনোদন ডেস্ক : সবার অগোচরেই ছিলেন তিনি।  বেশ কিছুদিন ধরে দেখাই পাওয়া যায়নি তান।  কিন্তু এবার আর চোখ এড়াতে পারলেন বলিউড তারকা রানী মুখার্জী।  

ভক্তদের নজরে পড়ায় রেহাই' মেলেনি তার।  ভক্তদের আবদার মেটাতে গিয়ে আবার আলোচনায় এসেছেন তিনি।

আনন্দবাজার পত্রিকা বলছে, মেয়ে আদিরাকে নিয়ে সবার চোখের আড়ালে প্যারিসে লম্বা ছুটি কাটাচ্ছেন রানী মুখার্জী।  সঙ্গে জোরকদমে চলছে আদিত্য চোপড়ার নতুন ছবি ‘বেফিকর’-এর শুটিং।

দিন কয়েক আগে প্রয়াত যশ চোপড়ার মূর্তি উদ্বোধন উপলক্ষে রানীকে প্রকাশ্যে দেখা গিয়েছিল।  কিন্তু মেয়েকে একা রেখে হোটেল থেকে বেরোতে নারাজ রানী।

এত গোপনীয়তার মধ্যেও ধরা পড়ে গেলেন তিনি। প্যারিসের রাস্তায় ভক্তদের চোখ এড়াতে পারলেন না এই নায়িকা।  ভক্তদের আবদারে সবার সঙ্গে গ্রুপ সেলফি তুললেন হাসিমুখেই।  সে ছবি ইনস্টাগ্রামে শেয়ার করলেন তিনি নিজেই।

আনন্দবাজার বলছে, প্যারিসে এক বিলাসবহুল অ্যাপার্টমেন্টে সপরিবারে রয়েছেন রানী।  কয়েকদিন আগে খুব কাছের বন্ধুদের নিয়ে কাটিয়েছেন ম্যারেজ অ্যানিভার্সারি।

তবে একান্ত পারিবারিক ছুটি আর গোপন রইল না এবার।  কি আর করার, ভক্তদের আবেদন মেটাতে পথে নামতে হলো তাকে।
১৭ মে,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে