বুধবার, ১৮ মে, ২০১৬, ১২:৫২:৪৩

শাহরুখকে হোটেলের ঘর দেবেন না ম্যানেজার!

শাহরুখকে হোটেলের ঘর দেবেন না ম্যানেজার!

বিনোদন ডেস্ক : হোটেল ল্যান্ডমার্ক, খুব পরিচিত একটা নাম নয়। তবে কয়েকদিন আগে হোটেল ম্যানেজারের কাণ্ডকারখানাই এই হোটেলকে প্রচারের আলোয় নিয়ে এসেছে। কলকাতা নাইট রাইডার্স দলের মালিক শাহরুখ খানকে হোটেলের ঘর দেবেন না বলে বেঁকে বসেন তিনি। বলেন, হোটেলে নাকি একটাও ঘর খালি নেই।

আজ (বুধবার) কানপুরে গুজরাত লায়ন্সের বিরুদ্ধে খেলতে নামবে কলকাতা নাইট রাইডার্স। আর এই ম্যাচেই মাঠে উপস্থিত থাকতে চেয়েছিলেন কিং খান। জানা গেছে, শাহরুখের মোট আটটা ঘরের দরকার ছিল। কিন্তু, গতকাল রাতেই হোটেল ম্যানেজার বিকাশ মালহোত্র শাহরুখের আপ্ত সহায়ককে ফোন করে জানান যে তিনি হোটেল দিতে পারবেন না।

বিকাশ মালহোত্র জানিয়েছেন, “শাহরুখের মোট আটটা কামরার প্রয়োজন ছিল। ওনার বেশ কিছু অতিথিরও গ্রিন পার্কে আসার কথা ছিল। কিন্তু, আশেপাশের ঘরগুলো খালি না হওয়ায়, কার্যত বাধ্য হয়েই আমি বারণ করেছি।”

কানপুরের গ্রিন পার্কে এই প্রথম আইপিএলের বেশকিছু ম্যাচের আয়োজন করা হয়েছে। এরমধ্যে ১৯ মে কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হবে গুজরাত লায়ন্স। দুই দলের সমর্থকেরা ইতিমধ্যেই হোটেল ল্যান্ডমার্কের অধিকাংশ ঘরই অগ্রিম বুক করে ফেলেছেন। পাশাপাশি, ফ্র্যাঞ্চাইজ়ির সদস্যবৃন্দ এবং বিশেষ অতিথি এবং ভিআইপিদের জন্য ইতিমধ্যেই সমস্ত ঘর বুক করা হয়ে গেছে।
১৭ মে ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে