বুধবার, ১৮ মে, ২০১৬, ০১:৩৯:৩০

নাঈম খানের চমক: মিশেল ওবামার পর ঐশ্বরিয়া

নাঈম খানের চমক: মিশেল ওবামার পর ঐশ্বরিয়া

বিনোদন ডেস্ক : কানের রেড কার্পেটে নজর কাড়ল ইন্দো-অ্যামেরিকান ডিজ়াইনার নাঈম খানের ক্রিয়েশন। এই সপ্তাহের গোড়ার দিকে মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামা তার ডিজ়াইন করা পোশাক পরেছিলেন, আর সপ্তাহ শেষে পরলেন ঐশ্বরিয়া রাই বচ্চন।

শুক্রবার সোনালি পোশাকে রেড কার্পেটে উপস্থিত হয়েছিলেন ঐশ্বরিয়া। শনিবার সকালে তার একটি সাক্ষাৎকার ছিল। সেখানে পরার জন্যই নইমের ডিজ়াইন করা লাল গাউন পছন্দ করেন তিনি। উজ্জ্বল লিপস্টিক আর লাল গাউনে তাকে বেশ ঝলমলে লাগছিল।

লরিয়েল প্যারিস টিম তাদের ১৫ বছরের জন্মদিন পালন করে সেই দিন। কেট কেটে ঐশ্বরিয়া অনুষ্ঠানটি উদযাপন করেন। তাকে লাল গোলাপের একটি বুকেও দেওয়া হয়।

২২ মে আবার রেড কার্পেটে হাঁটবেন ঐশ্বরিয়া। সেদিনের পোশাক নির্বাচনেই এখন ব্যস্ত তিনি। সঙ্গে অবশ্য সরবজিতের প্রচারের ব্যস্ততাও আছে।  

১৭ মে ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে