বুধবার, ১৮ মে, ২০১৬, ০৩:০২:২০

সানি-ড্যানিয়েলের প্রেম কাহিনীর ৪টি অজানা তথ্য

সানি-ড্যানিয়েলের প্রেম কাহিনীর ৪টি অজানা তথ্য

বিনোদন ডেস্ক : পাঁচ বছর অতিবাহিত হয়েছেন বিয়ে করেছেন সানি লিওন এবং ড্যানিয়েল ওয়েবার। তার আগে ছিল দু’বছরের কোর্টশিপ। বি-টাউনের এই জুটির লভ স্টোরির নেপথ্যের গল্প? দাম্পত্যের মধ্যেই বা কী ভাবে প্রেম করেন তারা? জানুন তেমনই কিছু অজানা তথ্য। খবর এবিপি’র।

১. ড্যানিয়েল প্রথমে ছিলেন সানির বিজনেস পার্টনার। ২০০৯-এ সানি-ড্যানিয়েল যৌথ উদ্যোগে ব্যবসা শুরু করেন। যার বেশিরভাগ দায়িত্ব সামলাতেন ড্যানিয়েল। সেখান থেকেই তাদের প্রেমের শুরু।

২. প্রথম ডেটে গিয়ে ড্যানিয়েলকে মোটেই পছন্দ হয়নি সানির। পরে সানিকে ইমপ্রেস করতে হোটেলের রুমে ২৪ টি ফুলের তোড়া পাঠিয়েছিলেন ড্যানিয়েল। কারণ ড্যানিয়েল জানতে পেরেছিলেন সানির পছন্দের ফুল গোলাপ। আর তারা মাসের ২৪ তারিখ প্রথম ডেটে গিয়েছিলেন।

৩. সানির যে কোনও ছবির স্ক্রিপ্ট প্রথম পড়েন ড্যানিয়েল। ড্যানিয়েলের গ্রিন সিগন্যাল না পেলে সে ছবিতে সই করেন না নায়িকা।

৪. ড্যানিয়েল রান্না করতে ভালোবাসেন। সানির ফিটনেসের কথা মাথায় রেখে বউয়ের জন্য নিত্যনতুন রান্না করেন তিনি। যত ব্যস্ততাই থাকুক, দিনের একটা খাবার সানি-ড্যানিয়েল একসঙ্গে খাওয়ার চেষ্টা করুন।

১৭ মে ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে