বিনোদন ডেস্ক : দ্বিতীয় বারের মত বিয়ে করতে যাচ্ছেন কলকাতার জনপ্রিয় নায়িকা শ্রাবন্ত চক্রবর্তী। শুটিংয়ের ব্যস্ততা কাটিয়ে আগামী কয়েক দিনের মধ্যেই এনগেজমেন্ট পর্বটা সেরে ফেলবেন এই অভিনেত্রী। কিন্তু যার সঙ্গে শ্রাবন্তী গাটছড়া বাঁধতে চলেছেন, তিনি কে জানেন?
তার নাম কৃষ্ণ ব্রজ। জন্মদিন ৯ নভেম্বর। বয়স ২৯। মুম্বইয়ের ‘রিজভি কলেজ অফ আর্ট, সায়েন্স অ্যান্ড কমার্স’ থেকে পড়াশোনা করেছেন। তিনি ২০১১-তে পা রেখেছেন মডেলিং জগতে। তখন তার বয়স ২৪।
বিশেষ করে র্যাম্প মডেল হিসেবেই কৃষ্ণ ব্রজ পরিচিত ভারতের ফ্যাশন জগতে। ল্যাকমে ফ্যাশন উইক তো বটেই, দেশের প্রায় সমস্ত মেগা ফ্যাশন ইভেন্টের অতি পরিচিত মুখ কৃষ্ণ।
যে ডিজাইনারদের হয়ে র্যাম্পে হেঁটেছেন তারা হলেন মনোবিরাজ খোসলা, বিক্রম ফাদনিশ, রোহিত বল, সন্দীপ খোসলা ইত্যাদি। কলকাতার সঙ্গে ২০১২ থেকেই যোগাযোগ কৃষ্ণের। একাধিকবার এই শহরে এসেছেন। কলকাতার বহু ডিজাইনার, বিশেষ করে ‘দেব আর নীল’-এর সঙ্গে কাজ করেছেন।
একবার একটি সংবাদমাধ্যমের প্রতিনিধিকে বলেছিলেন যে মেয়েরা যখন ওকে শার্টলেস অবস্থায় দেখতে চায় তখন তিনি সেটা খুবই এনজয় করেন এবং র্যাম্পে হাঁটার সময়ে সেই উন্মাদনাই ওঁকে উদ্বুদ্ধ করে।
মুম্বাইতে থাকলেও টলিউডে গত দু’এক বছরে খুবই পরিচিত হয়ে উঠেছেন কৃষ্ণ। বছরের বেশ কিছুটা সময় এ শহরে থাকেন। শ্রাবন্তীর পরিবারের সঙ্গেও সময় কাটান। ৯। গত বছর কলকাতার ‘দ্য তাজ গেটওয়ে হোটেল’-এ একটি ফ্যাশন শো-এর বিচারক ছিলেন কৃষ্ণ।
কৃষ্ণের প্রিয় অ্যাকসেসরি সানগ্লাস। শোনা যায়, শ্রাবন্তী তাকে মাঝেমধ্যেই সানগ্লাস উপহার দেন। প্রিয় উবাচ— ‘কিসিকে হাত চলতে হ্যায় তো কিসিকে পয়ের... হমারে দোনো চলতে হ্যায়’।
১৮ মে, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন