বুধবার, ১৮ মে, ২০১৬, ০২:৫০:০৭

‘সিকান্দর বক্স’ থেকে এবার ‘অ্যাভারেজ আসলাম’ মোশারফ করিম

‘সিকান্দর বক্স’ থেকে এবার ‘অ্যাভারেজ আসলাম’ মোশারফ করিম

বিনোদন ডেস্ক : বহুমুখী প্রতিভার অধিকারী মোশারফ করিম। ছোট কিংবা বড়পর্দা, সবখানেই তার সরব উপস্থিতি। সাবলীল অভিনয় শৈলি দিয়ে জয় করেছেন বাংলাদেশের অসংখ্য মানুষের হৃদয়। পেয়েছেন তারকা খ্যাতি।

সেই ‌‘ক্যারাম’ নাটক দিয়ে তিনি জনপ্রিয় হয়ে উঠেন। এরপর অনেক চরিত্রেই অভিনয় করেছেন এই অভিনেতা। স্যাটেলাইট চ্যানেল বাংলাভিশনে প্রচার হওয়া ‘সিকান্দার বক্স’ নাটকের মাধ্যমে তিনি পৌছেছেন জনপ্রিয়তার অনন্যমাত্রায়।

এই মজার নাটকটির ধারাবাহিক সিক্যুয়ালেও মূখ্য অভিনেতা ছিলেন তিনি। তবে এ নাটকটি বন্ধ করে দিয়ে নির্মাতা ভিন্ন কিছু করার পরিকল্পনা নিয়েছেন। গত কোরবানির ঈদেই ছিল সিকান্দার বক্স-এর শেষ পর্ব।

এরপরই নতুন আরেকটি নাটক নির্মাণের প্রস্তুতি শুরু হয়। সিকান্দার বক্স-এর পরিবর্তে আসছে ‘অ্যাভারেজ আসলাম’। জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমই যথারীতি ‘অ্যাভারেজ আসলাম’-এর চরিত্রে রূপ দিচ্ছেন। তার সঙ্গে থাকছেন আরেক চমক মোনালিসা। যিনি আমেরিকায় পাড়ি জমানোর আগে সর্বশেষ সিকান্দার বক্স-এ কাজ করেছিলেন। এরই মধ্যে ছয় পর্বের এ ধারাবাহিকটির নির্মাণ কাজ শুরু হয়েছে পুরনো ঢাকার বিভিন্ন লোকেশনে।

গল্প ও চরিত্র প্রসঙ্গে নির্মাতা জানান, অ্যাভারেজ আসলাম নাটকের ‘আসলাম’ এমন একটি চরিত্র, যার জ্ঞানের পরিধি কম, যার কোথাও জোর গলায় কথা বলার ক্ষমতা নেই, কিন্তু এমন ভাব নিয়ে পাড়ায় চলাফেরা করেন যেন ইচ্ছা করলে অনেক কিছুই পারেন। পেছনে পাড়ার সবাই তাকে নিয়ে মজা করেন। সবাই তাকে একজন ‘অ্যাভারেজ’ মানুষ হিসেবেই বলে থাকেন।

এ নাটকে আরও অভিনয় করছেন জেনি, মুনিরা মিঠু, শামীমা নাজনীন, ফারুক আহমেদ, সাজু খাদেম, মারজুক রাসেল, কচি খন্দকার ও নাজমুল হুদা।
১৮ মে, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে