বুধবার, ১৮ মে, ২০১৬, ০৩:৩৪:৩৬

ভারতের মধ্যপ্রদেশে নিষিদ্ধ মহিলারা! কারণ কি?

ভারতের মধ্যপ্রদেশে নিষিদ্ধ মহিলারা! কারণ কি?

বিনোদন ডেস্ক : ভারতের মধ্যপ্রদেশে নিষিদ্ধ হতে যাচ্ছে মহিলারা! কথাটা পড়লে প্রথমে আপনিও চমকে যাবেন। আসলে ব্যাপারটা তা নয়। মূলদ বিভিন্ন বিজ্ঞাপনে মহিলাদের ভুলভাবে উপস্থাপন নিষিদ্ধ হতে চলেছে মধ্যপ্রদেশে। আর এই মর্মে নির্দেশ জারি করতে চলেছেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান।

মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান বরাবরই সংস্কারপ্রিয়। বিশেষ করে মহিলাদের পণ্য করার বিরোধী তিনি। এই নিয়ে অতীতে বহুবার সরব হয়েছেন। সেই ধারাবাহিকতায় এবার কড়াকড়িভাবে এই উদ্যোগ নিচ্ছেন তিনি।

বিজ্ঞাপনে মহিলাদের যেভাবে তুলে ধরা হচ্ছে তার বিরোধীতা করে তিনি আমলাদের নির্দেশ দিয়েছেন, ১০ দিনের মধ্যে একটি ‘ব্লুপ্রিন্ট’ তৈরি করতে। বিজ্ঞাপনে মহিলাদের পণ্য করে দেখানোর প্রবণতায় কীভাবে রাশ টানা যায় তা এই ‘ব্লুপ্রিন্ট’-এ রাখতে বলা হয়েছে।

মহিলাদের পণ্য করে ‘পাবলিক প্লেসে’ দেখানোর বিষয়ে শিবরাজ এতটাই বিরোধী যে একবার একটি সংস্থার বিজ্ঞাপন হোর্ডিং মধ্যপ্রদেশের সমস্ত স্থান থেকে খুলে নিতে নির্দেশ দিয়েছিলেন।
১৮ মে, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে