বিনোদন ডেস্ক : বলিউড ভাইজান সালমান খানকে গৃহবন্দী থাকার পরামর্শ দিয়েছেন তার চিকৎসক। অথচ তিনি দিব্যি ছিলেন খোশ মেজাজে। নাহ! চেয়ারে চেপে নয়, বরং শুটিং, প্রমোশন, পার্টি সব মিলিয়ে দারুণ মোজ-মস্তিতে মেতে ছিলেন।
সেই ভাইজানের শারীরিক অসুস্থতার কথাও ঘুনাক্ষরেও শোনা যায়নি কখনো। তাহলে হঠাৎ কী এমন হল সালমান খানের? কেন তাকে গৃহবন্দী থাকার পরামর্শ দিলেন চিকিৎসকেরা?
স্বস্তিতে থাকুন। তেমন কিছুই নয়। আসলে হেয়ার ট্রান্সপ্লান্ট করাবেন সল্লু ভাই। তাই বেশ কিছুদিন ধুলোবালি এড়িয়ে, ঠান্ডায় থাকতে হবে তাকে। আর তাই মেনে চলতে হবে চিকিৎসকের পরামর্শ।
তবে এই প্রথম নয়, ৫০ বছরের এই তারকা এর আগেও দু’বার হেয়ার ট্রান্সপ্লান্ট করিয়েছেন। ২০০৩-এর পর ২০১২ তে হেয়ার ট্রান্সপ্লান্ট করান সালমান। তবে এই মুহূর্তে তার পরিবারের সকলেই চাইছেন এই মুহূর্তে নায়কের একটা ‘টাচ আপ’-এর ভীষণ প্রয়োজন।
আর পরিবারের কথা রেখে বাধ্য ছেলের মতো ফের ‘সাজুগুজু’ করতে রাজি হয়েছেন সালমান। সূত্রে খবর, নিজের ফার্ম হাউসেই আপপত বন্দী হতে চলেছেন খানভাই। বলিউডে জোর গুজব, তাহলে কী আসন্ন বিয়ে উপলক্ষে এখন থেকেই ‘টাচ আপ’ শুরু করলেন তিনি?