বুধবার, ১৮ মে, ২০১৬, ০৮:১৬:২১

সত্যিই কি অনিমেষের সঙ্গে ভাবনার বিয়ে?

সত্যিই কি অনিমেষের সঙ্গে ভাবনার বিয়ে?

বিনোদন ডেস্ক : নির্মাতা অনিমেষ আইচ ও অভিনয়শিল্পী ভাবনাকে নিয়ে গুঞ্জন দীর্ঘদিনের। মিডিয়ায় রোমান্টিক কাপল বলেও খ্যাতি রয়েছে দুজনের।

কোনো আচার-অনুষ্ঠানে প্রায়ই তাদের চোখে পড়ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও নিজেদের ঘনিষ্ঠ ছবি নিয়ে ভক্তদের কানাঘোষা।  সত্যিই কি অনিমেষকে বিয়ে করতে যাচ্ছেন ভাবনা? এমন প্রশ্ন উঠলেও ভক্তদের মুখ বন্ধ করা কিন্তু মুশকিল।

তাই এসব গুজবে এবার ভাবনা নিজেই মুখ খুললেন।  এক ভিডিওতে ভাবনাকে এ প্রসঙ্গে কথা বলতে দেখা যায়।  বাংলা পাপ্পারাজি নামের এক ইউটিউব চ্যানেলে ভিডিওটি প্রকাশ হয়।

ভিডিওতে ভাবনা বলেন, মিডিয়ায় যারা কাজ করেন তাদের সাধারণ মানুষ অন্য আরেকটা জীব মনে করে, মানুষ না।  মানুষ যখন উল্টাপাল্টা কিছু বলে বা খবর শোনে তখন পারিবারিক ও সামাজিকভাবে সমস্যার সম্মুখীন হতে হয়।  এ বিষয়ে আমি এপ্রোপিয়েট কিছু বলবো না।  আমার নাম ভাবনা, মানুষ আমাকে নিয়ে ভাববে আমি এটাই চাই।

ভাবনা বলেন, আমি যদি বিয়ে হয় নিশ্চয়ই আমি ফেসবুকে এমন একটা ছবি দিয়ে কিছু জানাবো না। ওরকম কিছু হয় তাহলে আমি অবশ্যই জানাবো। আমিতো লুকিয়ে কিছু করতে পছন্দ করি না।

এ প্রসঙ্গে গণমাধ্যমকে ভাবনা জানিয়েছেন, বিয়ে নয় অনিমেষ আইচের সঙ্গে তিনি নাটক করছেন।  সম্প্রতি অনিমেষের নির্মাণে ‘অশ্বডিম্ব’ নামে একটি সাত পর্বের নাটক করছেন ভাবনা।  আরো একটি নাটকের স্ক্রিপ্ট হাতে আছে।  

তিনি জানান, ঈদের নাটক নিয়ে ব্যস্ত আছেন তিনি। মাসুদ সেজানের ওয়াও নাটকের সিক্যুয়েলে কাজ করছেন।  আরো দু’টি সাত পর্বের ধারাবাহিকে কাজের কথা রয়েছে।

সহসাই মুক্তি পাচ্ছে অনিমেষ আইচ নির্মিত ‘ভয়ংকর সুন্দর’ চলচ্চিত্রটি।  এতে ভাবনার বিপরীতে অভিনয় করেছেন পরমব্রত চট্টোপাধ্যায়।
১৮ মে, ২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে