বুধবার, ১৮ মে, ২০১৬, ১১:২১:১৪

জানেন, কবে বাবা হচ্ছেন শহিদ কাপুর?

জানেন, কবে বাবা হচ্ছেন শহিদ কাপুর?

বিনোদন ডেস্ক : বা হচ্ছেন শহিদ কাপুর। এতদিনে এ খবর পুরনো হয়ে গিয়েছে। মাসাবা গুপ্তার শো থেকে যে জল্পনা শুরু হয়েছিল, শহিদ কাপুর নিজেই সেই বিষয়ের সত্যতা জানিয়েছেন। 'উড়তা পঞ্জাব'-এর প্রচার করতে গিয়ে বলছিলেন, 'হ্যাঁ, আমি বাবা হচ্ছি।' কিন্তু ঠিক কবে আসছে শহিদ-মীরার পরিবারে নতুন সদস্য?

জানা যায়, এবছরের ১৪ অক্টোবর মুক্তি পাবে শহিদ কাপুরের 'রঙ্গুন'। 'রঙ্গুন' পর্দায় আসার আগেই পৃথিবীতে চলে আসতে পারে কাপুর পরিবারের ক্ষুদে সদস্য। সেপ্টম্বরের মাঝামাঝি সময়ে প্রথম সন্তানের জন্ম দিতে চলেছেন শহিদ পত্নী মীরা রাজপুত। তবে প্রথম সন্তানের জন্ম প্রথা অনুযায়ি মুম্বাইতেই হবে। কারণ নিয়ম অনুযায়ি প্রথম সন্তান মেয়েদের বাপের বাড়িতেই হয়ে থাকে। তবে বাপের বাড়ি দিল্লিতে কবে যাবেন মীরা, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।
১৮ মে, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে