বিনোদন ডেস্ক : ব্রেক আপ তারা করেননি। সে কথা আগেই স্বীকার করেছিলেন। বলেছিলেন সম্পর্কে খানিক বিরতি দিতে চান তারা। দিচ্ছিলেনও তাই। কিন্তু হঠাৎই নাকি মালাইকা আর আরবাজের মনে হয়েছে তাদের একে অপরকে আরো একবার সুযোগ দেয়া উচিত।
প্রধান উদ্যোগটা নাকি নিয়েছিলেন দু’জনের পরিবার। আবার আরবাজ-মালাইকার সম্পর্ককে জোড়া দেয়ার চেষ্টা করছিলেন তারা। আরবাজ অবশ্য প্রথম থেকেই নাকি চাইতেন তাদের সম্পর্ক ঠিক হয়ে যাক। মনোমালিন্য মিটে যাক। কিন্তু মালাইকাই নাকি বাধ সাধছিলেন মালাইকা। অবশেষে এখন নাকি তিনিও রাজি হন।
মালাইকার সঙ্গে অর্জুনের সম্পর্ক শুধু গুজবেই থেমে থাকেনি। করণ জোহরও মালাইকার লেগ পুলিং করেন ইন্ডিয়ে গট ট্যালেন্ট অনুষ্ঠানে। সেখানে মালাইকা এক প্রতিযোগীকে বরফের উপর স্কেটিং করে নিজেন নাম লিখতে বলেছিলেন। তখন করণ মালাইকাকে বলেন, “ছোটো ছেলেদের পিছনে ছোটা বন্ধ কর।”
১৮ মে, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই