বৃহস্পতিবার, ১৯ মে, ২০১৬, ০৩:৩৮:২২

দেখুন তো চিনতে পারছেন কিনা? ইনি বিশ্বরেকর্ড গড়া দক্ষিণে অভিনেতা

দেখুন তো চিনতে পারছেন কিনা? ইনি বিশ্বরেকর্ড গড়া দক্ষিণে অভিনেতা

বিনোদন ডেস্ক : অভিনেতারটির নাম ব্রহ্মানন্দম। পুরো নাম ব্রহ্মানন্দম কান্নেগান্টি। বয়স ৬০ বছর। ভারতীয় দক্ষিণে সিনেমা দেখে থাকলে অবশ্য চিনবেন ব্রহ্মানন্দম। অসাধারণ এই অভিনেতার অভিনয়ে মুগ্ধ পুরো সিনেমা প্রেমীরা।

ব্রহ্মানন্দম দীর্ঘদিন ধরে দক্ষিণ ভারতীয় ছবির এক নম্বর কমেডিয়ান। এর বিশ্বরেকর্ডটি অবাক করে দেওয়ার মতো।একের পর এক পুরস্কার পেয়েছেন ব্রহ্মানন্দম। পেয়েছেন ভারতের পদ্মশ্রী সম্মানও।

এই সবের বাইরে তার নাম রয়েছে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস-এ। পৃথিবীতে জীবিত অভিনেতাদের মধ্যে তিনিই সবথেকে বেশি সংখ্যক ছবিতে অভিনয় করেছেন। তার অভিনীত ছবির সংখ্যা এক হাজারেরও বেশি!

দক্ষিণের সবক’টি ভাষার ছবিতেই তিনি অভিনয় করেছেন। অমিতাভ বচ্চনের সঙ্গে তিনি সূর্যবংশম ছবিতে অভিনয় করেছেন। ১৯৮৭ সাল থেকে তিনি অভিনয় করছেন। তার মতো জনপ্রিয়তা দক্ষিণ ভারতের অনেক নায়কেরই নেই। অনেকে কাছে, ব্রহ্মানন্দম ছা়ড়া দক্ষিণী ছবি অসম্পূর্ণ।
 
১৯ মে ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে