বিনোদন ডেস্ক : বড় পর্দায় তিনি সফল নিঃসন্দেহে। আগামী ছবি 'ফোবিয়া' মুক্তির অপেক্ষায়। এহেন বলিউড হার্টথ্রব রাধিকা আপ্তে-কে এবার দেখা যাবে ছোট পর্দায়। সোনি-র ধারাবাহিক ক্রাইম পেট্রলের একটি বিশেষ এপিসোডেই টিভি-তে ডেবিউ হচ্ছে রাধিকার।
ক্রাইম পেট্রোলের বুধবারের এপিসোডে দেখা যাবে রাধিকা আপটে-কে। আগামী ছবি 'ফোবিয়া'-র প্রচারেই ছোটপর্দায় দেখা যাবে রাধিকাকে। চ্যানেলের তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, ওই বিশেষ এপিসোডে ক্রাইম পেট্রল সঞ্চালিকার ভূমিকাতে থাকবেন রাধিকা আপটে।
সাধারণত এই প্রোগামটির সঞ্চালক অনুপ সনি। কিন্তু বিশেষে এপিসোডে বা সিনেমা প্রচারণার জন্য বলিউডে অনেক অভিনেতা ও অভিনেত্রী অতিথি সঞ্চালক বা সঞ্চালিকার ভূমিকায় দেখা যায়। যাইহোক, ফোবিয়া ছাড়াও ব্যস্ত অভিনেত্রী রাধিকা আপটের হাতে রয়েছে দুটি শর্টফিল্ম, কৃতী ও ওয়স্টারস।
১৯ মে ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস