বৃহস্পতিবার, ১৯ মে, ২০১৬, ০৫:৫৪:৪০

দিল্লিওয়ালির প্রেমের মজেছেন রণবীর কাপুর!

দিল্লিওয়ালির প্রেমের মজেছেন রণবীর কাপুর!

বিনোদন ডেস্ক : তাহলে কি এবার মুম্বাইয়া গার্লফ্রেন্ড ছেড়ে এক দিল্লিওয়ালির দিকেই ঝুঁকলেন বলিউডের চকলেট বয় রণবীর কাপূর? বি-টাউনে কান পাতলে এতদিন যে জোরদার গুঞ্জনটা এতদিন শোনা যাচ্ছিল এখন তাতে শিলমোহর পড়বে পড়বে করছে। গার্লফ্রেন্ডের নাম ভারতী মালহোত্রা। বলিউডের খান জামানা পরবর্তী সেনসেশনের বর্তমান হার্টথ্রব নাকি এই দিল্লি নিবাসী মডেল কন্যেই!

ক্যাটরিনার সঙ্গে বহু চর্চিত মাখোমাথো প্রেমটা ভেঙে যাওয়ার পরে নাকি বেজায় মনমরা হয়ে পড়েছিলেন রণবীর। আর তখনই একটা পার্টিতে বড় বোন ঋদ্ধিমার সূত্রে ভারতীর সঙ্গে আলাপ তার। শ্বশুর বাড়ি সূত্রে ঋদ্ধিমার নিবাসও এখন দিল্লি। জোর গুজব, ক’দিন আগে নাকি ভারতীর সঙ্গে দেখা করতেই দিল্লি ছুটেছিলেন বলিউডের চকলেট বয়। অন্তত এমনটাই দাবি একটি ইংরেজি দৈনিকের।

যদিও এখনও পর্যন্ত কিন্তু এই খবরের সত্যতা সম্পর্কে নিশ্চিত করে কিছুই বলা যাচ্ছে না। রণবীর কোনও দিনই নিজের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে মিডিয়ার কাছে মুখ খোলেনি। ভবিষ্যতেও যে এই বিষয়ে তিনি কিছু বলবেন তাক সম্ভাবনাও অতি ক্ষীণ। তাই রণবীরের এই নয়া প্রেমের সত্যতা জানতে এখনও কয়েকদিন অপেক্ষা করতে হবে।
 
১৯ মে ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে