বৃহস্পতিবার, ১৯ মে, ২০১৬, ০৮:২৬:২৯

বিয়ের পর গোপন ডেটিংয়ে প্রীতি জিনতা

বিয়ের পর গোপন ডেটিংয়ে প্রীতি জিনতা

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রীর বিয়েটা হয়েছিল অনেকটা চুপিসারে। সে-ও আবার আমেরিকাতে। তবে বিদেশি প্রেমিক গুডেনাফের সঙ্গে চুপচাপ বিয়ের পিঁড়িতে বসলেও, দেশে ফিরে হাই প্রোফাইল রিসেপশনের আয়োজন কিন্তু করেছেন প্রীতি। আর সেখানে হাজির ছিলেন বলিউডের প্রায় সব সেলিব্রিটিরা।

এদিকে বিয়ের পর সেই প্রীতি জিনতা এবং জেনকে দেখা গেল সিক্রেট ডিনার ডেটে। প্রীতি জিনতা এখন মার্কিন ব্যবসায়ীর ঘরণী হলেও, তিনি যে এখনও ‘পাঞ্জাবি কুড়ি’, তা স্পষ্ট। আর তাই, বিয়ের পর নানা রকম পোশাকের মধ্যেও তার হাতে কিনতু লাল চুড়ি রয়েছেই। আর হবেই না কেন, তিনি যে এখন জেনের নতুন বউ।

তবে যতই রাখঢাক করে ডিনারে যাক না কেন, শেষ পর্যন্ত কিন্তু সংবাদমাধ্যমের ক্যামেরার ফ্ল্যাশে পড়েই গেলেন তারা।
১৯ মে, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে