বৃহস্পতিবার, ১৯ মে, ২০১৬, ০৮:৪৫:৪৭

বলিউড বাদশার বাড়িতে মধ্যরাতে শাহেন শাহ

বলিউড বাদশার বাড়িতে মধ্যরাতে শাহেন শাহ

বিনোদন ডেস্ক : কে নেই? বিগ বি অমিতাভ বচ্চন থেকে মিস্টার পারফেক্শনিস্ট আমির খান। পরিনীতি থেকে ইমতেয়াজ আলি, বুধবার রাতে সবাই হাজির হয়েছেন বলিউড বাদশা শাহরুখ খানের বাড়িতে। উপলক্ষ নৈশভোজ, আর মধ্যমণি অ্যাপেলের সিইও টিম কুক।

বুধবারই ভারতে এসেছেন অ্যাপেলের সিইও। মায়ানগরীতে পৌঁছেই চলে গিয়েছিলেন স্টুডিওতে। মেহেবুব স্টুডিওর সেমিনারে অংশগ্রহণ করেন কুক। আয়োজক ছিলেন নির্মাতা মহেশ ভট্ট।

রাতে শাহরুখের বাড়ি মন্নতে ডিনার। সূত্রের খূবর, ভারতে এসে শাহরুখের সঙ্গে বৈঠক করতে চাইছিলেন কুক। তখনই শাহরুখের সহ‌যোগীরা তাকে ডিনারে অংশগ্রহণের আমন্ত্রণ জানান। সেখানে ইতিমধ্যেই পৌঁছছেন কুক, অমিতাভসহ অন্য অতিথিরা। কর্পোরেট কেতা থেকে বেরিয়ে শাহরুখের সঙ্গে ‌যদিও খোলামেলা আলোচনা হবে বলেই সূত্রের খবর।

এই ডিনারে হাজির রয়েছিলেন সস্ত্রীক আমির খান, ইমতিয়াজ আলি, পরনীতি চোপড়া, ফারহা খান, গৌরী সিন্দে, আর বালকি, আলিয়া ভট্ট, বরুণ ধাওয়ানসহ অন্যান্যরা। ডিনারে ছিলেন বেশ কয়েকজন শিল্পপতি। আর অবশ্যই ভারতসফরে আসা গোটা অ্যাপেল টিম।
১৯ মে, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে