বৃহস্পতিবার, ১৯ মে, ২০১৬, ০৯:৫৪:২২

ঐশ্বরিয়ার বেগুনি লিপস্টিকে দারুণ মুগ্ধ অভিষেক!

ঐশ্বরিয়ার বেগুনি লিপস্টিকে দারুণ মুগ্ধ অভিষেক!

বিনোদন ডেস্ক : ঠোঁটে বেগুনি রঙ লিপস্টিক লাগিয়েছিলেন সাবেক বিশ্বসন্দুরী বলিউডের বচ্চনবধূ ঐশ্বরিয়া রাই। কান উৎসবে এটাই ছিল তার ব্যতিক্রম স্টাইল। তবে এর জন্য সামাজিক গণমাধ্যমে হাস্যরসের বস্তুতে পরিণত হয়েছিলেন তিনি।

অপরদিকে সাবেক এই বিশ্বসুন্দরীর ঠোঁটে বেগুনি রঙ রিপস্টিকে নাকি দারুণ মুগ্ধ হয়েছেন অভিনেত্রীর স্বামী অভিষেক বচ্চন। তেমনটাই জানিয়েছেন অভিষেক বচ্চন। তিনি তার স্ত্রী ঐশ্বরিয়ার এমন স্টাইলের প্রশংসাও করেন।
 
ঐশ্বরিয়া কানের গালায় রামি কাদি-র ডিজাইন করা পোশাকের সঙ্গে মিলিয়ে বেগুনি লিপস্টিক পড়েন ঠোঁটে। আর সেটা নিয়ে হাস্যরস হতে থাকে বিশেষ করে টুইটারে। কেউ কেউ এই রংয়ের লিপস্টিককে এশিয়ান পেইন্টসের বিজ্ঞাপন বলে উল্লেখ করেন। তবে এই বিষয়ে ঐশ্বরিয়া রাই বলেন, আমার মনে হয় তাকে দারুণ লাগছিল, যেমনটা তাকে সবসময় লাগে।
১৯ মে, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে