বৃহস্পতিবার, ১৯ মে, ২০১৬, ০৩:২৭:১৬

ফেঁসে যাচ্ছেন মমতা

ফেঁসে যাচ্ছেন মমতা

বিনোদন ডেস্ক : ঝলমলে রূপালী পর্দা ছেড়ে ধর্ম-কর্ম নিয়েই বহুবছর ধরে ব্যস্ত ছিলেন বলিউড অভিনেত্রী মমতা কুলকার্নি। তবে এবার আর তার শেষ রক্ষা হচ্ছে না। তাই তো তিনি ফেঁসে যাচ্ছেন এবার মুম্বাই পুলিশের জালে।

সম্প্রতি এই অভিনেত্রীর সম্পর্কে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। আর এ তথ্য দিয়েছে মুম্বাই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। মুম্বাই এবং গুজরাটে মমতার আটটি গোপন ব্যাংক একাউন্টের তথ্য মিলেছে। ড্রাগ ব্যবসা থেকে অবৈধ আয়ের অর্থ এসব একাউন্টে জমা রয়েছে বলে ক্রাইম ব্রাঞ্চ জানিয়েছে। এসব একাউন্টে মমতা জমা রেখেছেন বিপুল পরিমাণ অর্থ।

তবে এসব একাউন্ট তিনি নিজে তত্ত্বাবধান করতেন না। ভারতের একটি বড় মাপের বেসরকারি ব্যাংকের মুম্বাই শাখার ম্যানেজার সঞ্জয় শর্মা মমতার এ একাউন্টগুলো তত্ত্বাবধানের দায়িত্বে রয়েছেন।

এরই মধ্যে ক্রাইম ব্রাঞ্চ মমতার এসব একাউন্ট জব্দ করে সেখানে অর্থ আদান-প্রদানের সব তথ্য আবিষ্কার করতে শুরু করেছে। সঞ্জয় শর্মাকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এ বিষয়ে।

মুম্বাই এর ক্রাইম ব্রাঞ্চের ডেপুটি কমিশনার পরাগা মিনেরি এ  বিষয়ে বলেন, আমরা এসব একাউন্টের আদ্যোপান্ত বের করার চেষ্টা করছি। প্রত্যেকটি একাউন্টের নমিনি হিসেবে স্বামী গোস্বামীকেই রেখেছেন মমতা। আমরা এরই মধ্যে মমতার ড্রাগ ব্যবসা ও অবৈধ অর্থ ভারতের ব্যাংকে জমা রাখার ব্যাপারে যথেষ্ট প্রমাণ পেয়েছি। খুব শিগগিরই এ বিষয়ে জরুরি ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, কয়েক মাস আগেই ২০০০ কোটি রুপির ড্রাগ মামলায় গ্রেপ্তার হয়েছেন মমতার স্বামী  ভিকি গোস্বামী। বর্তমানে তিনি দুবাইয়ের জেলহাজতে রয়েছেন। এদিকে তখন থেকেই স্বামীর সঙ্গে এই ড্রাগ চোরাকারবারে মমতার জড়িত থাকার বিষয়ে সন্দেহ পোষণ করেছিলো পুলিশ।
১৯ মে, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে