বিনোদন ডেস্ক : বলিউড বাদশা শাহরুখ খানের বাড়ি মান্নাতে এসেছিলেন অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা টিম কুক। তার সম্মানে সেখানেই আয়োজন করা হয় ডিনার পার্টি। এ পার্টিতে বলিউড শাহেন শাহ, আমির খান থেকে শুরু করে পরিণিত চোপড়াও এসেছিলেন।
এদিকে পার্টিতে ডিনার পার্টিতে যাওয়ার সময় শাহরুখ খানের কনিষ্ঠপুত্র আব্রামে জন্য কিছু খেলনা ও উপহার কিনে নিয়ে গিয়েছিলেন আমির খান। আর সে খেলনা পেয়ে না-কি না ঘুমিয়েই রাত কাটিয়ে দিয়েছেন ছোট্ট আব্রাম। এ কারণে কিং খান ভোর চারটার সময় তার টুইটারে লিখেছেন, ‘ধন্যবাদ আমির। তোমার খেলনা নিয়ে আব্রাম এখনও খেলছে।’
উল্লেখ্য, ভারতে এসে শাহরুখের সঙ্গে বৈঠক করতে চাইছিলেন কুক। তখনই শাহরুখের সহযোগীরা তাকে ডিনারে অংশগ্রহণের আমন্ত্রণ জানান। সেখানে ইতিমধ্যেই পৌঁছছেন কুক, অমিতাভসহ অন্য অতিথিরা। কর্পোরেট কেতা থেকে বেরিয়ে শাহরুখের সঙ্গে যদিও খোলামেলা আলোচনা হয়েছে।
১৯ মে, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন