বিনোদন ডেস্ক : দল জিতেছে। তাই সে আনন্দে পার্টি হচ্ছিল। আর এই পার্টিতেই প্রেমিকা আনুশকা শর্মাকে নিয়ে হাজির হলেন রয়েল চ্যালেঞ্জারস ব্যাঙ্গালুরু-এর অধিনায়ক বিরাট কোহলি!
অবাক হচ্ছেন? ভাবছেন, তাদের না বিচ্ছেদ হয়ে গেছে! তাহলে একসাথে প্রেমিকাকে নিয়ে কি করে এলেন পার্টিতে! তাহলে কি আনুশকার সাথে সব কিছু মিটমাট হয়ে গেল? আপাতত তেমনটাই বুঝা যাচ্ছে। যেহেতু তারা দু'জন আবার এক হয়েছেন।
আনুশকা শর্মা ও বিরাট কোহলির সম্পর্ক নিয়ে এ পর্যন্ত অনেক কথাই রটেছে। জানুয়ারি মাসেই তাদের মধ্যে ফাটল ধরে। ফলে একে অন্যের কাছ থেকে দূরে সরে গিয়েছিলেন। এমনকি কেউ কারো মুখও দেখেননি।
তবে সময় সম্পর্কে নতুন মোড় নিয়েছে দুই ভূবনের দুই তারকার মধ্যে। ফোনালাপের মাধ্যমে ধীরে ধীরে কাছাকাছি আসেন আনুশকা-কোহলি। সমঝোতাও হয়ে যায় দুজনার। বাকি ছিল দেখা করার। সেটাও হলো।
সূত্র বলছে, আইপিএল-এ গুজরাট লায়ন্সের বিপক্ষে জয়ের পর গত ১৪ই মে রাতটি উদযাপন করে কোহলির দল রয়েল চ্যালেঞ্জারস ব্যাঙ্গালুরু। উৎসব মুখর সময়টিতে প্রেমিকাকে নিয়ে হাজির হন কোহলি। একসঙ্গে দীর্ঘসময় কাটান দুজন। অনুষ্ঠানে উপস্থিত থাকা অতিথিদের একজন তাদের ক্যামেরাবন্দিও করেন।
১৯ মে, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন