বিনোদন ডেস্ক : কপিল শর্মার বিরুদ্ধে গুরু নানক দেব হাসপাতালের নার্সরা মঙ্গলবার বিক্ষোভ দেখান। তাদের অভিযোগ, শোয়ে নার্সদের যেভাবে দেখানো হয়েছে, তাতে নার্সিং পেশাকে অপমান করা হয়েছে। ভারতীয় টিভি রিয়েলিটি ‘দ্য কপিল শর্মা শো’-তে নার্সদের কটাক্ষ করে উপস্থাপন করায় পাঞ্জাবসহ ভারতের বিভিন্ন অঞ্চলে বিক্ষোভ করেছে নার্সরা। এছাড়া এই শো’য়ের সঞ্চালক জনপ্রিয় অভিনেতা কপিল শর্মার বিরুদ্ধে মামলাও করেছে তারা।
ছোট কাপড়ে যেভাবে নার্সদের তুলে ধরা হয়েছে তা উদ্দেশ্যপ্রণোদিত। তাদের দাবি, নার্সদের নিয়ে অপমানকর এমন ঘটনার পরে কোনোভাবেই কপিল শর্মার শো’টি চলতে দেয়া যায় না। শো বন্ধ করার দাবি তোলেন তারা। আর এইজন্যই কপিল শর্মার বিরুদ্ধে তারা মামলাও করেছেন। হাসপাতালের বাইরে বিক্ষোভ দেখান নার্সরা।
অন্যদিকে পাঞ্জাবসহ দেশের বেশকিছু হাসপাতালেও সদ্য টিভিতে সম্প্রচারিত শো’টির বিরুদ্ধে নার্সদের বাজেভাবে দেখানোর প্রতিবাদে কপিল শর্মা, নবজিৎ সিং সিধু এবং কিকু শর্দারের বিরুদ্ধে তুমুল স্লোগান দিচ্ছেন নার্সরা। তারা এই অপমানের সুষ্ঠু বিচার দাবী করে শিগগিরই এমন বাজে অনুষ্ঠান বন্ধেরও আহ্বান জানান।
প্রতিবাদের নেতৃত্ব দেন পঞ্জাব নার্সিং অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট রাজ বেদি। কপিল শর্মার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগও জমা দেন তিনি। শোয়ে ডাক্তারদেরও ভালোভাবে দেখানো হয়নি বলে অভিযোগ তুলেছেন তিনি।
১৯ মে, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই