বিনোদন ডেস্ক : দুই নেত্রীকে সামনে রেখে এগিয়েছিল বিজেপি। কিন্তু দু’জনে কি আদৌ কোনো প্রভাব ফেলতে পারলেন? সম্ভবত নয়। তাদের কেন্দ্র দু’টির দিকে চোখ রাখলেই স্পষ্ট হয় অবস্থা।
দুই নেত্রীকে ভোটের আগে অতিসক্রিয় ভূমিকায় দেখা গিয়েছে ভোটের আগে এবং ভোটের সময়ে। রূপা গঙ্গোপাধ্যায় এবং লকেট চট্টোপাধ্যায়কে সামনে রেখে বিজেপি তৈরি করেছিল রণকৌশল। এমনকী হাওয়ায় এ কথাও ভাসছিল যে, ভোটের পরে রাজ্য বিজেপি-তে রূপা এবং লকেটের ভূমিকা আরো গুরুত্বপূর্ণ হতে চলেছে।
কিন্তু কী হল ভোটে? ময়ূরেশ্বরে গোহারান হেরেছেন লকেট চট্টোপাধ্যায়। হাওড়া উত্তরে হেরে একেবারে তিন নম্বরে চলে গিয়েছেন রূপা গঙ্গোপাধ্যায়। যে দুই নেত্রীর আগ্রাসন সামনে রেখে বিজেপি এগিয়েছিল, তারা দু’জনেই ভোটের ফলাফলে স্রেফ কর্পূরের মতো উবে গিয়েছেন।
বিজেপি-র আসন রাজ্যে বাড়লেও, এই দুই নেত্রীর এমন হার দলের নেতৃত্বের কাছে নিঃসন্দেহে চিন্তার কারণ। এর উপরে চিন্তার আরো বড় কারণ, রূপা গঙ্গোপাধ্যায় মহিলা বিজেপি-র রাজ্য সভানেত্রী। দলের পদাধিকারীর হাল যদি এরকম হয়, তা হলে নেতৃত্বের মাথাব্যথা বাড়বে, সেটাই তো স্বাভাবিক।
১৯ মে, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই