শুক্রবার, ২০ মে, ২০১৬, ১০:০৪:৩০

ঐশ্বরিয়ার বেগুনি লিপস্টিক ব্যঙ্গ করে তৈরি হলো বিজ্ঞাপন!

ঐশ্বরিয়ার বেগুনি লিপস্টিক ব্যঙ্গ করে তৈরি হলো বিজ্ঞাপন!

বিনোদন ডেস্ক : কান চলচ্চিত্র উৎসবে পোশাকের সাথে মিলিয়ে ঠোঁটে বেগুনি রঙ লিপস্টিক মেখেছিলেন সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই। আর এ নিয়ে শুরু হয়েছিল নানা হাস্যরসের। যা এখনও অব্যহত রয়েছে। তবে এবার সেই হাসির পালে হাওয়া দিতে তৈরি হয়েছে একটি বিজ্ঞাপন।

জানা গেছে সেই উদ্ভট লিপস্টিককে ব্যঙ্গ করে বিজ্ঞাপন বানিয়েছে দেশটির একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান। যা নিয়ে এখন চলছে দারুণ সব ব্যঙ্গাত্বক আলোচনা। চলছে হাসাহাসি।
 
ঐশ্বরিয়া কানের গালায় রামি কাদি-র ডিজাইন করা পোশাকের সঙ্গে মিলিয়ে বেগুনি লিপস্টিক মাখেন তার ঠোঁটে। আর সেটা নিয়ে হাস্যরস হতে থাকে বিশেষ করে টুইটারে। কেউ কেউ এই রংয়ের লিপস্টিককে এশিয়ান পেইন্টসের বিজ্ঞাপন বলে উল্লেখ করেন। মূলত দুগ্ধ সামগ্রী প্রস্তুতকারক ‘আমুল’ সাম্প্রতিক বিষয়গুলো নিয়ে তাদের পোস্টার তৈরি করে।
 
নতুন পোস্টারে দেখা যায় কার্টুন করা ঐশ্বরিয়া সেই বেগুনি লিপস্টিক ঠোটে লাগাচ্ছেন এবং আমুলের মাসকট ছোট মেয়েটির মুখ মাখনে নিমজ্জিত। মজা করে, ক্যাপশন দেয়া হয়, হোয়াটস হোন্ট, হোয়াট নট। আমুল ইউ ‘কান’ হেভ ইট ডেইলি। অর্থাৎ, কোনটা ঠোট, আর কোনটা ঠোট নয়। আর এর মাধ্যমে, হোয়াটস হট, হোয়াটস নট ফ্যাশন ট্রেন্ডকেও ব্যঙ্গ করা হয়েছে।
২০ মে, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে