শুক্রবার, ২০ মে, ২০১৬, ০৩:০৪:৫৯

মেয়ের ডিগ্রি অর্জনে বলিউড নবাব সাইফ আলীর পার্টি

মেয়ের ডিগ্রি অর্জনে বলিউড নবাব সাইফ আলীর পার্টি

বিনোদন ডেস্ক : বলিউড নবাব সাইফ আলী খানের একমাত্র কন্যা সারা আলী খান ডিগ্রি অর্জন করেছেন। আর এই খুশিতে বাবা সাইফ আলী খান আয়োজন করেছেন বিশাল এক পার্টির।

সারা আলী খান সাইফ আলী খানের প্রথম স্ত্রী অমৃতা সিয়য়ের ঘরে জন্ম নেয়া সন্তান। তাদের দু’জনের বিবাহ বিচ্ছেদ হয়েছে বেশ ক’বছর হয়। বর্তমানে সাইফ আলী কারিনা কাপুরকে বিয়ে করে সুখে সংসার করছেন।

জানা গেছে, সারা আলী খান কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি অর্জন করে ভারতে ফিরেছেন। আর তার ডিগ্রি অর্জন উপলক্ষ্যে একটি পার্টির আহ্বান করেন সাইফ আলী খান। বাবার পার্টি ডেটেই সাইফ আলীর সঙ্গে সারা খানের একটি ছবিও সোশাল সাইটে রীতিমত ভাইরাল।

অন্যদিকে মেয়ের ডিগ্রি অর্জনের পর এবার বলিউডে অভিষেক হতে পারেও বলে ইঙ্গিত দিয়েছেন সাইফ আলী। যদিও আগে থেকেই গুঞ্জন ছিল যে করন যোহরের হাত ধরে সাইফ আলী কন্যা ও শহীদ কাপুরের ছোট ভাই সিনেমায় নাম লেখাতে পারেন। কিন্তু সেবার সাইফ আলী খানই মেয়ের ডিগ্রি অর্জনের কথা বলে বাগড়া দিয়ে ছিলেন। কিন্তু এবার ডিগ্রি অর্জনের পর বলিউডে আসতে সারা খানের কোনো বাধা থাকলো না!
২০ মে, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে