শুক্রবার, ২০ মে, ২০১৬, ০৪:০০:২২

হঠাৎ কি হল! ঐশ্বরিয়াকে ফেলে চলে গেলেন কেন অভিষেক?

হঠাৎ কি হল! ঐশ্বরিয়াকে ফেলে চলে গেলেন কেন অভিষেক?

বিনোদন ডেস্ক : সবে সবে কান থেকে ফিরেছেন তিনি। কান-এ তার বেগুনি ঠোঁট নিয়ে সমালোচকরা যাই-ই বলুন না কেন, অভিষেক কিনতু সব সময় স্ত্রীর পাশে থেকেছেন। শুধু তাই নয়, ঐশ্বরিয়ার কান-এর ফ্যাশন দেখে চোখ সরাতে পারেননি বলেও জানিয়েছেন জুনিয়র বচ্চন। কিন্তু, এবার কী হল যে  সবার সামনেই ঐশ্বরিয়ার হাত ছেড়ে চলে গেলেন অভিষেক?

খোলাসা করেই বলা যাক। এবারে কান-এ উমং কুমারের সর্বজিত সিনেমার প্রমোশন করেছেন ঐশ্বরিয়া। সেখান থেকে ফিরে আসার পর ছিল সর্বজিত-এর রেড কার্পেট অনুষ্ঠান। সেখানে বি টাউনের অন্য সেলিব্রিটিদের সঙ্গে হাজির ছিল গোটা বচ্চন পরিবার। হাজির ছিলেন অভিষেকও। এ পর্যন্ত সব ঠিকই ছিল।

ছন্দটা কাটে যখন পাপারাতজিরা ঐশ্বরিয়া এবং অভিষেককে একসঙ্গে ফটো তুলতে বলেন। প্রথমে তো রাজিই ছিলেন না অভিষেক। এরপর বার বার সাংবাদিকরা ডাকার পর স্ত্রীর পাশে গিয়ে দাঁড়ান। কিন্তু, আলোকচিত্রীরা যখন ঐশ্বরিয়াকে নানারকম ভাবে পোজ দিতে বলেন, তখন হঠাত করেই খেপে যান অভিষেক। সটান বলে দেন, ঐশ্বরিয়ার ফটোই যেন তারা তোলেন। বলেই ঐশ্বরিয়ার হাত ছেড়ে সেখান থেকে চলে যান। কিছু বুঝে উঠতে না পেরে, ‘বহু বচ্চন’ও সেখান থেকে চলে যান।

বিয়ের পর থেকে ঐশ্বরিয়া এবং অভিষেকের জুটি সব সময় প্রশংসাই পেয়েছেন। বলিউড সেলিব্রিটিদের বিয়ে নিয়ে অনেক সময় সংবাদমাধ্যমে অনেক চর্চা হলেও, গত ৯ বছরে একবারও অভিষেক-ঐশ্বরিয়ার বিয়ে নিয়ে আলোচনা হয়নি।  সলমনের সঙ্গে অনেক সময় ঐশ্বরিয়ার নাম নিয়ে সমালোচনা হলেও, অভির সঙ্গে ঐশ্বরিয়ার সম্পর্ক নিয়ে কখনওই কোনও আলোচনা হয়নি প্রকাশ্যে। হঠাৎ করে, এবার কী হল জুনিয়র বচ্চনের যে, সবার সামনেই স্ত্রীর হাত ছেড়ে চলে গেলেন তিনি?
২০ মে, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে