শনিবার, ২১ মে, ২০১৬, ১২:৪৩:৩২

না ফেরার দেশে সংগীতশিল্পী ন্যান্সির মেয়ে

না ফেরার দেশে সংগীতশিল্পী ন্যান্সির মেয়ে

বিনোদন ডেস্ক : সবাইকে কাঁদিয়ে জন্মের ১৭ দিনের মাথায়ই চিরবিদাল নিল বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী ন্যানসির মেয় আলিনা (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ শনিবার (২১ মে) সকাল সাড়ে নয়টার সময় মারা যায় সে।

গত ৪ মে সে জন্ম গ্রহণ করে। আলিনা ছিল ন্যান্সির তৃতীয় সন্তান। তবে সে জন্মের পর থেকেই অসুস্থ ছিল। তাকে রাখা হয়েছিল হাসপাতালের ইনটেনসিভ কেয়ারে নিবিড় পর্যবেক্ষণে।

ন্যান্সি জানিয়েছেন, ‘জন্মের পর থেকেই ওর নানা ধরনের শারীরিক জটিলতা দেখা দেয়। যার জন্য ওকে হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) রাখা হয়। কিন্তু এতেও শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় দুটি অস্ত্রোপচার করা হয়। তবু ওকে ফেরানো গেল না। আসলে আপনাদেরও যেমন কিছু বলার নেই তেমন আমারও নেই। তবে সবাই আলিনার জন্য দোয়া করবেন।’  

সকালেই সন্তানের মরদেহ নিয়ে ময়মনসিংহের উদ্দেশ্যে রওয়ানা হয়েছে ন্যানসির পরিবার। সেখানেই চির নিদ্রায় শায়িত হবে ন্যানসির মেয়ে।
২১ মে, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে