শনিবার, ২১ মে, ২০১৬, ০১:১৮:০০

নিজেকে প্রচারে রাখতে পরীমনির চালাকি!

নিজেকে প্রচারে রাখতে পরীমনির চালাকি!

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণি কিছুদিন আগে ফেসবুক স্ট্যাটাসে তার বাগদানের কথা প্রকাশ করেছিলেন। তবে সে বিষয়ে তিনি সেসময় বিস্তারিত কিছু বলেননি। কার সাথে পরীর বাগদান হল! তা নিয়ে তখন থেকেই চলছি গুঞ্জন।

এদিকে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে পরী তার ফেসবুকে এক যুবকের সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করেন। এ ছবির ক্যাপশনে পরী লিখেন, ‘ইয়েস, দিস ইজ মাই হার্ট’। তবে এই যুবকটি পরীর হবু বর কিনা তা খোলাসা করে বলেননি এই অভিনেত্রী।  

এদিকে এই ছবি পোস্ট করার পরপরই শোবিজ অঙ্গনের অনেকে পরীকে শুভেচ্ছা জানান। এ নিয়ে শুরু হয় নানা গুঞ্জন। অনেকেই ধরে নিয়েছিলেন এই ছেলেই পরীর হবু বর। কিন্তু একইদিন মাঝরাতে তার সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে আরো কয়েকটি ছবি পোস্ট করে ক্যাপশন দেন ‘হা হা হা। এ যুবক আমার নতুন সিনেমা ‘রেড হার্ট’র নায়ক। সিনেমাটির পরিচালনা করবেন মালেক আফসারী স্যার।’

বলিউড সিনেমার প্রচারণার জন্য হরমামেশাই এমন স্টান্টবাজির কৌশল নিয়ে থাকে জনপ্রিয় অভিনয়শিল্পীরা। ঢাকাই চলচ্চিত্রে এমন কৌশলের চর্চাটা খুব বেশি চোখে পড়ে না। তবে এবার সে পথেই হাঁটলেন পরীমনি?
২১ মে, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে