বিনোদন ডেস্ক : ভারতের বালিকা বধূ’খ্যাত প্রত্যুষার আত্মহত্যার পর থেকে থেমে থেমে আলোচনা চলছেই। একেক সময় একেক তথ্য চাউর হচ্ছে। এবার এই আলোচনার পালে হাওয়া দিলেন জ্যাজ নামের এক তরুণী।
তিনি দাবী করেছেন, ‘আত্মহত্যা নয়। নয় প্ল্যান মাফিক মার্ডারও। রাহুলের সঙ্গে মজা করতে গিয়ে এমন দুর্ঘটনা ঘটিয়েছে প্রত্যুষা’।
প্রত্যুষা-রাহুলের ঘনিষ্ঠ বন্ধু জ্যাজ। মৃত্যুর আগের দিন জ্যাজের সঙ্গে ভোর রাত পর্যন্ত পার্টি করেছিলেন প্রত্যুষা। জ্যাজ জানায়, ‘প্রত্যুষা ওর বিয়ে নিয়ে খুব খুশি ছিল। এর মধ্যে আত্মহত্যার কোনও জায়গায় নেই। সেদিন রাতে প্রত্যুষা রাহুলের সঙ্গে মজা করছিল’।
এখানেই শেষ নয়। জ্যাজ জানায়, ‘প্রত্যুষার গলায় সে ক্ষতের দাগ। সেটা কোনও মারের দাগ নয়। মাছ ভাজতে গিয়ে তেল ছিটকে এসেই হয়েছিল ওই বিপত্তি। পার্টির রাতে প্রত্যুষা এমনটিই জানিয়েছিল তাকে’।
তবে সবার মতো জ্যাজও চান প্রত্যুষার মৃত্যুর সঠিক কারণ সামনে আসুক। কিন্তু এই সঙ্গে তিনি আরও বলেন, ‘সবাই প্রত্যুষার মৃত্যুর জন্য রাহুলকে দায়ী করছেন। কিন্তু এটা ভেবে দেখা দরকার সব সম্পর্কের মধ্যেই অশান্তি থাকে। আর সব থেকে বড় কথা কিছুদিনের মধ্যে ওদের বিয়ে হওয়ার কথা ছিল’।
কিছুদিন আগে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন জনপ্রিয় টেলি অভিনেত্রী প্রত্যুষা। পরিবার থেকে বন্ধু মহল বালিকা বধূর মৃত্যুর জন্য দায়ী করছেন তাঁর প্রেমিকা রাহুলকে।
২১ মে, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন